Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘চিলাহাটি-হলদিবাড়ী রেলপথ চালু ডিসেম্বরে’

নীলফামারী সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম সুজন এমপি গতকাল শনিবার সকালে চিলাহাটি-হলদিবাড়ী রেললাইন পরিদর্শন করেছেন। বাংলাদেশ রেলওয়ের একটি ইঞ্জিনে করে চিলাহাটি রেলস্টেশন থেকে ভারতীয় হলদিবাড়ী সীমান্ত এলাকা পরিদর্শনে যান। সেখানে ৬৫ বিএসএফ ডাঙ্গাপাড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডারের সাথে কুশল বিনিময় করেন এবং রেলের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। সেখান থেকে ফিরে রেলপথ মন্ত্রী সাংবাদিকদের বলেন, ডিসেম্বরেই দুই দেশের রেলপথ চালু করা হবে। 

এসময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম, প্রকল্প পরিচালক আব্দুর রহিম, বিভাগীয় পরিবহন কর্মকর্তা নাছির উদ্দিন, সহকারী নির্বাহী প্রকৌশলী আহসান উদ্দিন, নীলফামারী ৫৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মামুনুল হক মামুন প্রমূখ। এর আগে মন্ত্রী চিলাহাটি রেলস্টেশনের প্লাটফর্মের পাশে নতুন আরও একটি প্লাটফর্মের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। এরপর নবনির্মিত রেস্ট হাউজের সামনে মন্ত্রীকে গার্ড অফ অনার দেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রেলপথ-চালু-ডিসেম্বরে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ