Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সড়কে মৃত ৮

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

সড়কে থামছে না মৃত্যু। গত ২৪ ঘণ্টায় সাত জেলায় সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে কুষ্টিয়ায় ২, যশোর, রাজশাহী, নোয়াখালী, নেত্রকোণা, সিরাজগঞ্জ ও বিরামপুরে একজন করে।
যশোর : যশোরের বাঘারপাড়া উপজেলার ভাটারআমতলা নামকস্থানে গতকাল পিকআপ ও বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো ৫জন। আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।
আহতরা জানান, তারা সাতক্ষীরা থেকে পিকআপে করে মাছ নিয়ে মাগুরার শ্রীপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে যশোর-মাগুরা সড়কের ভাটারআমতলা নামকস্থানে পৌঁছালে বিপরীতমুখি একটি বাসের সাথে তাদের পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান পিকআপ চালক। এছাড়া চারজন আহত হন। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এনাম উদ্দিন জানান, সকালে দুর্ঘটনায় আহত ৫জনকে আনা হয়। তার মধ্যে অজ্ঞাত একজন হাসপাতালে আনার আগেই মারা যান। আহতদের মধ্যে দুইজনকে ভর্তি করা হয়েছে এবং অপর দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
রাজশাহী : নগরীর শিরোইল কলোনী পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলীর দপ্তরের সামনে ট্রাক চাপায় এক ব্যক্তি নিহত হয়েছে। গতকাল শনিবার সকালে রাস্তা পারাপার হওয়ার সময় ট্রাক চাপা দিলে তিনি মারা যান। নিহত মাহবুবের বাড়ি পবানর ইশ্বরদী উপজেলার বাগরুল গ্রামে। তিনি ওই গ্রামের ওমেজ আলীর ছেলে।
জানা গেছে, রাজশাহী রেলওয়ে ভবনের উত্তর পাশে শিরোইল কলোনী রোডে ট্রাক চাপায় ওই বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত মাহবুব আলম সাইকেল যোগে রেলগেটের দিক থেকে শিরোইল কলোনির দিকে যাচ্ছিলেন। এ সময় একই দিক থেকে আসা একটি ট্রাক (যার রেজিঃ নম্বর ঢাকা মেট্রো- ট ১৮-১৭৯০) অসাবধানতাবশত পিছন দিক থেকে মাহবুবকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলে নিহত হন। পরে চন্দ্রিমা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতাল মর্গে প্রেরণ করে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।#
নোয়াখালী : সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও মালবাহী পিকআপ ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষে মো. ইকবাল হোসেন (২৮) নামের এক সিএনজি যাত্রী নিহত ও আরও তিনজন আহত হয়েছেন। গতকাল দুপুর ১২টার দিকে আক্তারমিয়ারহাট-সোনাপুর সড়কের লেঙ্গার দোকান এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত ইকবাল হোসেন সুবর্ণচর উপজেলার পূর্বচরবাটা এলাকার আকবর হোসেন সওদাগরের ছেলে। তিনি স্থানীয় ছমিরহাট বাজারের কাপড় ব্যবসায়ী ছিলেন। আহতদের নাম পরিচয় জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে সিএনজি যোগে ইকবাল হোসেনসহ কয়েকজন যাত্রী আক্তার মিয়ারহাটের দিকে যাচ্ছিল। পথে তাদের বহনকারী সিএনজিটি লেঙ্গার দোকান এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মালবাহী একটি পিকআপ ভ্যান তাদের সিএনজিকে সামনে থেকে চাপা দেয়। এতে সিএনজি ধুমড়েমুছড়ে গিয়ে ইকবাল’সহ ৪জন আহত হয়। স্থানীয় লোকজন আশংকাজনক অবস্থায় ইকবালকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুধারাম মডেল থানার ওসি মো. নবীর হোসেন বলেন, নিহতের লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিরামপুর (দিনাজপুর) : বিরামপুর পৌর এলাকার ঢাকা মহাসড়কের জলকামড়া নামক এলাকায় গতকাল ভোর ৫টার সময় নিয়ন্ত্রন হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককে পিছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনা স্থালে দিনাজপুর সদর উপজেলার ফকিরপাড়া মহল্লার জামান উদ্দিনের পুত্র ফারনিচার ব্যবসায়ী হামিদুল ইসলাম(৪০) ট্রাক চাপা পড়ে মারা যায়। এসময় ২ যাত্রী গুরুতর আহত হয়। বিরামপুর থানার ওসি মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশ ঘাতক ট্রাকটি আটক করে। এব্যাপারে বিরামপুর থানায় একটি মামলা হয়েছে।
কুষ্টিয়া : কুষ্টিয়ার পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যায় কুষ্টিয়া-মেহেরপুর সড়কের ১২ মাইল ও জেলা শহরের মজমপুরগেট এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ভেড়ামারা থানার পশ্চিম বাহিরচর এলাকার মৃত রহমান আলীর ছেলে রাজ্জাক (৫০) ও মেহেরপুরের গাংনী উপজেলার সহড়া বাড়িয়া এলাকার মৃত আতর আলী বিশ্বাসের ছেলে আক্কাস আলী।
জানা গেছে, কুষ্টিয়া-ভেড়ামারা সড়কের ১২ মাইল এলাকায় মোটরসাইকেল আরোহী রাজ্জাককে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান। অপরদিকে কুষ্টিয়া শহরের মজমপুরগেট এলাকায় এমআরএস তেল পাম্পের সামনে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে যান আরোহী আক্কাস আলী। পরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তারও মৃত্যু হয়।
নেত্রকোণা : নেত্রকোণার বারহাট্টায় রাস্তা পারাপারের সময় পিকআপের নিচে চাপা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। উপজেলার রামপুর-দশাল এলাকায় গতকাল সকালের দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. জামাল মিয়া (৩৬)। তিনি উপজেলার সাহতা ইউনিয়নের ধলাপাড়া গ্রামের তালেব আলীর ছেলে। পুলিশ পিকআপসহ চালক মো. জয় মিয়াকে (২০) আটক করেছে। সে নেত্রকোণা সদর উপজেলার পূর্ব মেদনী গ্রামের বাসিন্দা।
সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের তাড়াশে ব্যাটারি চালিত দুই অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত নারায়ণ কর্মকার (৪৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। গতকাল সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত নারায়ণ কর্মকার তাড়াশ পৌর শহরের তাড়াশ রাধা গোবিন্দ মন্দির এলাকার বাসিন্দা। মাধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন বলেন, ভ্যান চালিয়ে আসার পথে কাস্তা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি অটোভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন নারায়ণ কর্মকার। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে তাড়াশ হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক তাকে বগুড়ার শজিমেক হাসপাতালে নেওয়া হয়। নিহতের শ্যালক পলান কর্মকার জানান, বগুড়া শজিমেকে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যান নারায়ণ কর্মকার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ