Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তারকাহীন ব্রাজিলের তারা ফিরমিনো

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

চোটের কারণে নেই নেইমার, ফিলিপে কৌতিনহো ও ফাবিনহো। করোনাভাইরাসে আক্রান্ত হওয়াতে অনুপস্থিত কাসেমিরোও। নিয়মিত একাদশের এই তারকাদের অভাব টের পাওয়া গেল ব্রাজিলের খেলায়। তারপরও ভেনেজুয়েলার বিপক্ষে পা হড়কায়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। লিভারপুল স্ট্রাইকার রবার্তো ফিরমিনোর লক্ষ্যভেদে পূর্ণ পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে তিতের শিষ্যরা। গতকাল সকালে সাও পাওলোর মোরুম্বি স্টেডিয়ামে কাতার বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে স্বস্তির জয় পেয়েছে ব্রাজিল। নিজেদের মাঠে ভেনেজুয়েলাকে তারা হারিয়েছে ১-০ ব্যবধানে। সেলেসাওদের ঘাম ঝরানো জয়ে কাক্সিক্ষত গোলটি আসে ম্যাচের ৬৭তম মিনিটে।
বিশ্বকাপ বাছাইয়ে এটি ব্রাজিলের টানা তৃতীয় জয়। ফলে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হটিয়ে বাছাইয়ের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে তারা। নিজেদের আগের দুই ম্যাচে রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা বলিভিয়াকে ৫-০ ও পেরুকে ৪-২ গোলে উড়িয়ে দিয়েছিল। বল দখলের লড়াইয়ে এদিন বিস্তর ফারাক থাকলেও গোটা ম্যাচে ব্রাজিল বরাবরের মতো সুযোগ তৈরি করতে পারেনি। দলটির চেনা মুখদের অনুপস্থিতি তো ছিলই, প্রতিপক্ষও রক্ষণ জমাট করে খেলেছে। ফলে স্বাগতিকদের মাত্র তিনটি শট ছিল লক্ষ্যে।
ঘাম ঝরানো এই জয়ের পর নির্ভার হওয়ার সময় বা সুযোগ নেই ব্রাজিলের। কদিন পর মুখোমুখি হতে হবে পুরনো প্রতিদ্বন্দ্বী উরুগুয়ের। কাতার বিশ্বকাপ বাছাইয়ে প্রতিপক্ষের মাঠে আরেকটি ‘যুদ্ধ’ অপেক্ষা করছে বলে মনে করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কিনিয়োস। এই ম্যাচের কয়েক ঘণ্টা আগে কলম্বিয়াকে তাদেরই মাঠে ৩-০ গোলে হারায় উরুগুয়ে। জালের দেখা পেয়েছেন দলের সেরা তারকা এডিনসন কাভানি, লুইস সুয়ারেজ ও দারউইন নুনেসরা। দারুণ জয়ে আত্মবিশ্বাসী দল দুটি এবার মুখোমুখি লড়াইয়ে নামবে। উরুগুয়ের মাঠে দুই দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আগামী বুধবার ভোর ৫টায়।
অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষে স্বস্তির জয়ের পরই উরুগুয়ে ম্যাচ নিয়ে ভাবতে শুরু করেছে ব্রাজিল। সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নদের লড়াইকে ‘যুদ্ধের’ সঙ্গে তুলনা করেছেন পিএসজির ফুটবলার মার্কিনিয়োস, ‘আমরা জানি, উরুগুয়ের বিপক্ষে ম্যাচ সবসময় একটা যুদ্ধ। প্রস্তুত হয়েই আমাদের সেখানে খেলতে যেতে হবে, কারণ এটা হবে কঠিন একটা ম্যাচ। ঐতিহ্য, মান ও দারুণ রক্ষণের সমন্বয়ে তারা শক্তিশালী একটা দল। আগামী কয়েক দিন আমরা কঠোর পরিশ্রম করব, যেন সেখানে গিয়ে ভালো খেলে পয়েন্ট নিয়ে ফিরতে পারি।’
উরুগুয়ে ম্যাচকে কঠিন চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ব্রাজিলের আলানও। ভেনেজুয়েলার মতো রক্ষণাত্মক ফুটবল উরুগুয়ে খেলবে না বলে মনে করেন এই নাপোলি মিডফিল্ডার, ‘এটা কঠিন একটা ম্যাচ হবে। উরুগুয়ে আজ (গতকাল) গুরুত্বপূর্ণ একটা জয় পেয়েছে। তবে নিজেদের সক্ষমতা সম্পর্কে আমরা জানি। আমার মনে হয়, উরুগুয়ের বিপক্ষে লড়াইটা হবে পুরোপুরি ভিন্ন। তারা আক্রমণাত্মক খেলার চেষ্টা করবে, যা আমাদের ফরোর্ডদের জন্য সুযোগ করে দেবে।’
তিন রাউন্ড শেষে ব্রাজিলের অর্জন ৯ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনার পয়েন্ট ৭। ৬ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকা ইকুয়েডর আছে তিনে। আর উরুগুয়ের অবস্থানে চতুর্থ।
একনজরে ফল
ব্রাজিল ১-০ ভেনেজুয়েলা
কলম্বিয়া ০-৩ উরুগুয়ে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্রাজিল


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ