নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
মুজিববর্ষ ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল সিরিজের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়ে অভিনন্দনে ভাসছে জাতীয় দল। বিশেষ করে ম্যাচের দুই গোলদাতা ফরোয়ার্ড নাবীব নেওয়াজ জীবন ও মাহবুবুর রহমান সুফিলকে সবাই উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। খোদ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) চারবারের সভাপতি কাজী মো. সালাউািদ্দন নিজেও মুগ্ধ জীবন-সুফিলের গোল দেখে। দীর্ঘ বিরতিতে জাতীয় দলের দারুণ জয় এবং জীবন-সুফিলের গোলে উচ্ছ্বসিত বাফুফে বস। তাই তো শনিবার বাফুফে ভবনে গণমাধ্যমের সামনে উচ্ছ্বাস প্রকাশ করতে ভুলেননি তিনি। প্রথম ম্যাচে দলের পারফরম্যান্সে মুগ্ধ হলেও সালাউদ্দিন মনে করেন আরও বড় ব্যবধানে জিততে পারতো বাংলাদেশ। তার কথায়,‘ ভালো ম্যাচ হয়েছে। দুই দলই ভালো খেলেছে। প্রথমার্ধে বাংলাদেশ খুবই ভালো খেলেছে। বিশেষ করে প্রথমার্ধে আরও দুই-একটা গোল হওয়া উচিত ছিল। তপু বর্মণের হেডে গোল হতে পারতো। কেন মিস করছে, ওকে জিজ্ঞেস করলে বলতে পারবে। সে গোলটা করলে ম্যাচটা তখনই ফিনিশ হয়ে যেতে পারতো। কিন্তু এটাই ফুটবল।’ নাবীব নেওয়াজ জীবন ও মাহবুবুর রহমান সুফিলের গোল নিয়ে সালাউদ্দিন বলেন,‘করোনাভাইরাসের কারণে দীর্ঘ সময় পর মাঠে ফিরে খেলোয়াড়েরা নিজেদের অনেকটাই ফিরে পেয়েছে (রিকভার করেছে)। তবে পুরোটা পেতে একটু সময় লাগবে। ফিনিশিং আগেই হওয়া উচিত ছিল। এটা নিয়ে আগে থেকেই কোচরা কাজ করছিলেন। গোল খেলোয়াড়দেরই করতে হবে। এটা কোচ বা আমি করে দিতে পারবো না। কাল (শুক্রবার) তারা গোল করার মতো আত্মবিশ্বাসী ছিল। দু’টি গোলই মানসম্পন্ন। এমন গোল করার মেধা ওদের আছে। যে কারণেই হোক ওরা এটা আগে করতে পারতো না।’
বাফুফে সভাপতি বিশ্বাস করেন, ছন্দ এবং জয়ের ধারাবাহিকতায় থাকলে দ্রুতই বাংলাদেশ দল অনেক উঁচুতে পৌঁছাবে। এ নিয়ে সালাউদ্দিন বলেন,‘বিশেষ করে গণমাধম্যম এক-দেড় মাস খেলোয়াড়দের যে সমর্থন দিয়েছে, তাতে ওদের আত্মবিশ্বাস আরও বেড়েছে। পাশাপাশি নেপালের বিপক্ষে প্রথম ম্যাচে দর্শকের সমর্থনও ছিল। এর সঙ্গে যদি সরকার যদি সমর্থন দেয়, তাহলে আমি মনে করি বাাংলাদেশ শীর্ষ পর্যায়ের দল হবে এটা সময়ের ব্যাপার মাত্র।’ প্রীতি ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে জয় পাওয়ায় দলের জন্য মাঠেই ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন কাজী সালাউদ্দিন। শনিবার জানালেন, সিরিজ জিতলে আরও বড় পুরস্কারের ঘোষণা আসবে। তবে সেটা কি তা জানাননি বাফুফে সভাপতি।
নেপাল ম্যাচ শেষে আগামী ৪ ডিসেম্বর কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলবে বাংলাদেশ। এ প্রসঙ্গে সালাউদ্দিন বলেন,‘কাতার ম্যাচের বাকি আছে ৩/৪ সপ্তাহ। যথেষ্ট সময় নয়। কাতার প্রায় চার মাস আগে থেকে ট্রেনিং করছে। ওরা বিশ্বকাপের আয়োজক। এশিয়ার চ্যাম্পিয়ন। আমি আশা করবো, শ্রদ্ধা রেখে খেলে আসবে আমাদের দল।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।