Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নকল সন্দেশ তৈরির কারখানার সন্ধান, মালামাল জব্দ

প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা
নীলফামারীর সৈয়দপুরে নকল সন্দেশ তৈরির একটি কারখানার সন্ধান পাওয়া গেছে। অভিযানের খবর পেয়ে কারখানা মালিক ও কর্মচারীরা সটকে পড়লেও বিপুল পরিমাণ উপকরণ ধ্বংস করা হয় এবং মালামাল জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার শহরের গোলাহাটে ঘটনাটি ঘটেছে। ওই এলাকার রায়পাড়ার মৃত মনি রায়ের ছেলে নিখিল চন্দ্র রায় প্রশাসনের চোখ এড়িয়ে দীর্ঘদিন ধরে তার বাড়িতে নি¤œমানের সব উপকরণ সামগ্রী দিয়ে সন্দেশ তৈরি করে বাজারজাত করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে নকল সন্দেশ কারখানায় আকস্মিক অভিযান পরিচালনা করা হয়। পরে তার বাড়ির তালা ভেঙে ভেতরে ঢুকে প্লাস্টিক ও টিনের ড্রামে সন্দেশ তৈরিতে ব্যবহৃত তরল পদার্থ, খামিরসহ বিপুল পরিমাণ উপকরণ সামগ্রী উদ্ধার করা হয়। পরে এসব জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। এ ছাড়াও ওই নকল কারখানায় সন্দেশ তৈরি কাজে ব্যবহৃত বিভিন্ন মালামাল জব্দ করে থানায় নিয়ে আসা হয়। সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গির নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়। এ সময় সৈয়দপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হোসেন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. অহিদুল হক, পৌর স্যানিটারি ইন্সপেক্টর মো. আলতাফ হোসেন সরকারসহ পুলিশ সদস্যরা অংশ নেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নকল সন্দেশ তৈরির কারখানার সন্ধান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ