প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
নির্মিত হয়েছে একক নাটক ‘গেম অফ লাইফ’। শফিকুর রহমান শান্তনু রচনায় নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আব্দুন নূর সজল, সারিকা সাবরিন, সমাপ্তি মাসুক, মনি চৌধুরী, সবুজ রহমান, রাশেদা রাখী, মীর শীহদ, সবুর খন্দকার জুয়েল প্রমূখ। গল্পে দেখাযায় আবির-শৈলীর সংসার বেশ ভালোভাবেই চলছিলো। কোন এক সকালে কুরিয়ারের মাধ্যমে শৈলির নামে আসে প্লাটিনামের একটি আংটি। কে পাঠিয়েছে এ আংটি তার কোন ঠিকানা নাই। আংটি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে শুরু হয় সন্দেহ। আবির মনে করে, এটি শৈলির পুরনো প্রেমিক পাঠিয়েছে। অপর দিকে নীরব একজন অন্ধ মানুষ। থাকে তাদের উপরের তলায়। সে বিষয়টি সমাধান করতে আসে, তাতেও কোন লাভ হয় না। অবশেষে আবির একদিন সেই পুরনো প্রেমিকে অনেক মারধর করে। বিষয়টি শৈলী জানতে পেরে আবিরের উপর খেপে গিয়ে বাড়ী ছেড়ে চলে যায়। জেড এস মাল্টিমিডিয়ার প্রযোজনায় নাটকটি নির্মিত হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।