মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন বিজয়ী হওয়ায় সঙ্কটে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবসায়ীরা। তাই ধারণা করা হচ্ছে, বাইডেন শপথ নেয়ার আগেই দেশটিতে বেড়ে যেতে পারে অস্ত্র বিক্রি। দেশটিতে অস্ত্র আইন সংশোধনে বাইডেনের প্রতিশ্রুতি বাস্তবায়নের আগেই তাই অস্ত্র বিক্রিতে হতে পারে নতুন রেকর্ড। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।
মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন যুক্তরাষ্ট্রে অস্ত্র আইন আরও কঠোর করার প্রতিজ্ঞা করেছিলেন। আর তা বাস্তবায়নের আগেই অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো উৎপাদন ও বিক্রি বাড়িয়ে তুলবে। এর ফলে অল্প সময়েই দেশটিতে অস্ত্র বিক্রিতে নতুন রেকর্ড তৈরি হতে পারে।
প্রতিবেদনে বলা হয়, ‘যুক্তরাষ্ট্রে অস্ত্র নিয়ন্ত্রণ আইন সংশোধনের কথা দীর্ঘদিন ধরে জানিয়ে আসছেন বাইডেন। তার মতে, অস্ত্র প্রস্তুতকারক কোম্পানিগুলো ডেমোক্র্যাটিক দলের শত্রু। কারণ ডেমোক্র্যাটিক দল দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অস্ত্রের ব্যবহার কমিয়ে আনার প্রচেষ্টা করছে। ডেমোক্র্যাটিকরা এআর-১৫ এর মতো আক্রমণাত্বক অস্ত্রগুলোর বিক্রি বন্ধের দাবি জানিয়ে আসছে। কিন্তু তা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। অস্ত্র প্রস্তুতকারক কোম্পানিগুলো বার বার বাঁধা সৃষ্টি করছে।
এর আগে ২০০৮ ও ২০১২ সালে ডেমোক্র্যাটিক দলের সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রচারভিযানের পর অস্ত্র বিক্রি বেড়ে গিয়েছিলো। যুক্তরাষ্ট্রে অস্ত্র বিক্রি পর্যালোচনাকারী প্রতিষ্ঠান ন্যাশনাল শুটিং স্পোর্টস ফাউন্ডেশনের জনসংযোগ পরিচালক মার্ক অলিভা বলেন, ‘ডেমোক্র্যাটিক প্রার্থী হিলারি ক্লিনটন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে পারেন এমন আভাস পাওয়ার পরই প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো অস্ত্র মজুদ করতে থাকেন। ওই বছর অর্থাৎ ২০১৬ সালে ১৫ দশমিক ৭ মিলিয়ন অস্ত্র বিক্রির রেকর্ড হয়েছিলো।
২০১৪ সালের নর্থ চার্লসটন এএমই গির্জায় বন্দুক হামলার পরিপ্রেক্ষিতে ক্লিনটন কঠোরভাবে অস্ত্র নিয়ন্ত্রণকে তার ২০১৬ সালের প্রচারের অন্যতম অংশ করেছিলেন। এর আগে ২০১২ সালে স্যান্ডি হুক স্কুলে গণহত্যার পরিপ্রেক্ষিতে ওবামা অস্ত্র নিয়ন্ত্রণের কঠোর চেষ্টা করেন। কিন্তু কংগ্রেসকে রাজি করতে ব্যর্থ হন। তারও আগে সাবেক ডেমোক্র্যাটিক রাষ্ট্রপতি বিল ক্লিনটন ১৯৯৪ সালে অস্ত্র নিষেধাজ্ঞা করতে যুগান্তকারী স্বাক্ষর করেছিলেন। কিন্তু দশ বছর পর তার মেয়াদ শেষ হয়ে যায়।
এদিকে নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। ফলে যুক্তরাষ্ট্রের পরিস্থিতি এখনো চাপা উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যেই আছে। সূত্র : সিএনএন
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।