পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রেলপথ মন্ত্রী এ্যাডভোকেট মো. নূরুল ইসলাম সুজন এমপি শনিবার সকাল ১১ টায় চিলাহাটি-হলদিবাড়ী রেললাইন পরিদর্শন করেছেন। বাংলাদেশ রেলওয়ের একটি ইঞ্জিনে করে চিলাহাটি রেলস্টেশন থেকে ভারতীয় হলদিবাড়ী সীমান্ত এলাকা পরিদর্শনে যান। সেখানে ৬৫ বিএসএফ ডাঙ্গাপাড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডারের সাথে কুশল বিনিময় করেন এবং রেলের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। সেখান থেকে ফিরে রেলপথ মন্ত্রী সাংবাদিকদের বলেন ডিসেম্বরেই দু-দেশের রেলপথ চালু করা হবে আনুষ্ঠানিক ভাবে।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম, প্রকল্প পরিচালক আব্দুর রহিম, বিভাগীয় পরিবহন কর্মকর্তা নাছির উদ্দিন, সহকারী নির্বাহী প্রকৌশলী আহসান উদ্দিন, নীলফামারী ৫৬ বিজিবির অধিনায়ক লে.কর্নেল মামুনুল হক মামুন প্রমূখ।
এর আগে মন্ত্রী চিলাহাটি রেলস্টেশনের প্লাটফর্মের পাশে নতুন আর একটি প্লাটফর্মের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন। এরপর নবনির্মিত রেস্ট হাউজের সামনে মন্ত্রীকে গার্ড অফ অনার দেয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।