বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেটে পুলিশী নির্যাতনে নিহত রায়হানের পরিবারের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়েছে। আজ (শনিবার) পূর্ব নির্ধারিত এ সংবাদ সম্মেলনে রায়হানের মা সালমা বেগম বলেন, আমার নিরাপরাধ ছেলেকে কারা ধরে ফাঁড়িতে নিয়ে আসে এবং তাকে কি জন্য কারা নির্যাতন করেছে সে বিষয়টি এখনও খোলাসা হয়নি। এই মামলায় গ্রেফতারকৃত এএসআই আশেক এলাহি সহ অন্য পুলিশ সদস্যরা কেনইবা এখনো আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন না, তাও রহস্যজনক। তবুও আমি আশাবাদি রায়হান হত্যার নেপথ্যকারীদের শনাক্ত করবে তদন্ত সংস্থা পিবিআই। আর যদি মামলার সুষ্ঠু তদন্ত না হয় তাহলে আবারও দেশবাসীকে নিয়ে আন্দোলন করবো। তিনি আরও বলেন, সিলেটের ইতিহাসের জঘন্যতম এই হত্যাকান্ডের তদন্তে যদি কোন শৈথিল্য বা অবহেলা থাকে তাহলে সিলেটবাসী কাউকে ক্ষমা করবেন। রায়হান হত্যা মামলার তদন্তে সংশ্লিষ্টদের প্রতি আমাদের অনুরোধ পুরো সিলেটবাসী ন্যায় বিচারের আশায় আপনাদের দিকে চেয়ে আছে। মামলার তদন্তে গাফিলতি হলে ইতিহাস আপনাদের ক্ষমা করবেনা। পূণ্যভূমি সিলেট হযরত শাহজালাল (র.), হযরত শাহপরাণ (র.) ও ৩৬০ আউলিয়ার পদস্পর্শে ধন্য পবিত্র এই মাটিতে অপরাধ করে অতীতে কেউ-ই পার পায়নি। রায়হান হত্যাকারীদেরও দৃষ্টান্তমূলক শাস্তি সিলেটের পবিত্র মাটিতে হবেই হবে। রায়হান হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত বৃহত্তর আখালিয়ার বারো হামছায়া বাসী সহ সিলেটের। এদিকে, সিলেট আদালতের সাবেক পিপি মিসবাহ উদ্দিন সিরাজ সংবাদ সম্মেলনে বলেন, আমরা আশা করেছিলাম আসামীরা দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করবে। কিন্তু তারা জবানবন্দি দেয়নি। তবে তারা জবানবন্দি না দিলেও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে কোন প্রভাব পড়বে না বলে জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।