মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নিউ নর্মালে স্বাভাবিক হয়েছে জনজীবন। রাজ্যে লোকাল শুরু হতেই ভিড়ের চেনা ছবি ফিরে এসেছে। এভাবে চলতে থাকলে করোনা সংক্রমণ কয়েকগুণ বেড়ে যেতে পারে বলে মনে করছেন চিকিৎসক মহল। পাশাপাশি খুলেছে হোটেল, রেস্তোরাঁ ও জিমন্যাসিয়ামও।
এতে করে কোভিড সংক্রমণ আরও বাড়ছে। এমন তথ্য জানাচ্ছে নতুন সমীক্ষা। গত মার্চ থেকে মে মাস পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন শহরে গবেষণা চালিয়ে এমন উদ্বেগজনক তথ্য পেয়েছেন স্ট্যানফোর্ড ও নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান জার্নাল ‘নেচার’-এর সা¤প্রতিক সংখ্যায়।
গবেষকরা নিউ নর্মাল শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে প্রায় ৯ কোটি ৮০ লাখ লোকের মোবাইল ফোনে তাদের গতিবিধি সংক্রান্ত ডেটা সংগ্রহ করেন। তা থেকেই তারা জানতে পেরেছেন ওই শহরগুলোতে গত মার্চ থেকে মে মাসের মধ্যে কোথায় কোথায় গিয়েছিলেন? তারা সেসব জায়গায় কতক্ষণ ছিলেন? তারা কতজনের সঙ্গে মিশেছেন? কাদের কাদের সঙ্গে দেখা করেছিলেন বা তাদের কাছাকাছি পৌঁছেছিলেন? ওইসব তথ্যের পর তারা জানতে পারেন হোটেল, রেস্তোরাঁ ও জিমন্যাসিয়ামে যারা গিয়েছেন তাদের মধ্যে ৮৫ শতাংশ মানুষ করোনা সংক্রমণে আক্রান্ত হয়েছেন। গবেষণাপত্র জানাচ্ছে, শিকাগো শহরের ১০ শতাংশ জায়গায় সেই পূর্বাভাস ৮৫ শতাংশ সঠিক বলে প্রমাণিত হয়েছে।
বিশেষজ্ঞদের একাংশ বলছেন এই গবেষণা আগামী দিনে কোন কোন এলাকায় কী ভাবে কত সংখ্যায় ধাপে ধাপে হোটেল, রেস্তোরাঁ ও জিম ফের খোলা যেতে পারে, তাতে জমায়েতের উপর কতটা কী কড়াকড়ি থাকা প্রয়োজন তার রূপরেখা তৈরি করতে সহায়ক হয়ে উঠতে পারে।
এখন প্রশ্ন হচ্ছে, করোনা সংক্রমণকে পুরোপরি নিয়ন্ত্রণে রাখতে আগের মতো হোটেল, রেস্তোরাঁ ও জিমগুলোকে একেবারে বন্ধ রাখতে হবে? গবেষকরা জানিয়েছেন, একেবারে বন্ধ রাখার প্রয়োজন নেই। তবে বাধ্যতামূলক ভাবে মাস্ক পরা, সামাজিক দূরত্ববিধি, কম জমায়েত এসব মেনে চললে শঙ্কা অনেকটা কম হবে। যারা রুটি-রুজি বা অন্যান্য প্রয়োজনে অল্প একাধিক জায়গায় ঘোরাঘুরি করতে হয় তাদের সংক্রমণ হওয়ার আশঙ্কা বেশি। সূত্র : রিপাবলিক ওয়ার্ল্ড, সিবিএস নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।