মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
লোহিত সাগরের সুদানি উপকূলে একটি সামরিক নৌঘাঁটি নির্মাণের জন্য সুদানের সঙ্গে আলোচনার কথা জানিয়েছে রাশিয়া। গত বুধবার এই খসড়া চুক্তির কথা জানানো হয়েছে। এখবরটি জানিয়েছে মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর।
প্রস্তাবিত এই নৌঘাঁটিতে ৩০০ জনের সেনা ও কর্মী অবস্থান করতে পারবে। এছাড়া থাকবে পারমাণবিক সরঞ্জামসহ জাহাজ। তবে একসঙ্গে চারটির বেশি জাহাজ নোঙর করতে পারবে না।
রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন গত শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছেন, চুক্তির খসড়া নিয়ে সুদানের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্টের কাছে চুক্তিটি পাঠানো হবে।
বিবৃতিতে ইঙ্গিত দেওয়া হয়েছে, প্রাথমিকভাবে সুদান নৌঘাঁটি স্থাপনের অনুমতি দিয়েছে। এর বিপরীতে তারা রুশ যুদ্ধজাহাজ ও ক্রুদের সেবা প্রদানের জন্য সুদানের অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নের প্রস্তাব দিয়েছে।
রাশিয়া দেশটিকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ করতে সম্মত হয়েছে বলেও বিবৃতিতে ইঙ্গিত দিয়েছেন রুশ প্রধানমন্ত্রী। সূত্র : মিডল ইস্ট মনিটর
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।