Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার সুদানে সামরিক ঘাঁটি স্থাপন করবে রাশিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০২০, ৮:১১ পিএম

লোহিত সাগরের সুদানি উপকূলে একটি সামরিক নৌঘাঁটি নির্মাণের জন্য সুদানের সঙ্গে আলোচনার কথা জানিয়েছে রাশিয়া। গত বুধবার এই খসড়া চুক্তির কথা জানানো হয়েছে। এখবরটি জানিয়েছে মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর।
প্রস্তাবিত এই নৌঘাঁটিতে ৩০০ জনের সেনা ও কর্মী অবস্থান করতে পারবে। এছাড়া থাকবে পারমাণবিক সরঞ্জামসহ জাহাজ। তবে একসঙ্গে চারটির বেশি জাহাজ নোঙর করতে পারবে না।
রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন গত শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছেন, চুক্তির খসড়া নিয়ে সুদানের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্টের কাছে চুক্তিটি পাঠানো হবে।
বিবৃতিতে ইঙ্গিত দেওয়া হয়েছে, প্রাথমিকভাবে সুদান নৌঘাঁটি স্থাপনের অনুমতি দিয়েছে। এর বিপরীতে তারা রুশ যুদ্ধজাহাজ ও ক্রুদের সেবা প্রদানের জন্য সুদানের অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নের প্রস্তাব দিয়েছে।
রাশিয়া দেশটিকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ করতে সম্মত হয়েছে বলেও বিবৃতিতে ইঙ্গিত দিয়েছেন রুশ প্রধানমন্ত্রী। সূত্র : মিডল ইস্ট মনিটর



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ