বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আড়াইহাজার উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় চারজন বহন করা একটি প্রাইভেটকার রাস্তার পাশে খাদে পড়ে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরো তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টায় আড়াইহাজার উপজেলার পুরিন্দা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ওই দুর্ঘটনাটি ঘটে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলো, আতিকুর রহমান পাভেল নরসিংদি এলাকার মাধবদি এলাকার মোমেন মোল্লা, তুষার একই এলাকার আবদুল বাতেন, লিমন একই এলাকার রশিদ মেম্বার ও অভি হলেন মাসুম মিয়ার ছেলে। তারা চারজনই ওই এলাকাতে কাপড়ের ব্যবসা করতেন। তাদের বয়স ২৫ থেকে ৩০ এর মধ্যে।
ঘটনাস্থলে যাওয়া আড়াইহাজার থানার ওসি (তদন্ত) শফিউল আজম খান জানান, বিকাল সাড়ে ৫টায় নরসিংদী থেকে প্রাইভেটকারে (ঢাকা মেট্রো-ঘ-১৫ ১৮৩৪) করে চারজন ঢাকা যাচ্ছিল। আড়াইহাজারের পুরিন্দায় ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দায় এসে রাস্তায় পাশে দাড়িয়ে থাকা আরিফা নামক একটি শিশুকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে তুষার নামে একজন মারা যান। আহত তুষারের সঙ্গে থাকা আতিকুর রহমান পাভেল, লিমন, অভিকে আশংকাজনক অবস্থায় ঢাকার অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়।
এদিকে ঢাকার অ্যাপোলে হাসপাতাল থেকে নিহত পাভেলের বড় ভাই ইয়াসিন জানান, এ হাসপাতালে আনা অপর ৩ জনও মারা গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।