Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে পায়ুপথে লাঠি ঢুকিয়ে শিশু নির্যাতন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০২০, ১২:০২ এএম

শিশুর পায়ুপথে লাঠি ঢুকিয়ে নির্যাতনের অভিযোগে নগরীতে এক আনসার সদস্যকে আটক করা হয়েছে। কোতোয়ালী থানার পাথরঘাটায় নির্যাতিত আট বছরের শিশু আপন দাশকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে পাথরঘাটা গঙ্গাবাড়ি মাঠে খেলতে গিয়েছিল একদল শিশু কিশোর। এ সময় মাঠের নিরাপত্তায় থাকা আনসার সদস্যরা তাদের ধাওয়া করে। ধাওয়ার মুখে অন্য শিশু-কিশোররা পালিয়ে গেলেও মাটিতে পড়ে যায় আপন। আনসার সদস্য রুবেল শিশু আপনকে ধরে তার পায়ুপথে হাতে থাকা লাঠি ঢুকিয়ে দেয়। পরে স্থানীয়রা এসে রক্তাক্ত ওই শিশুকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান। আপন দাশ নগরীর জলিলগঞ্জ এলাকার রুপন দাশের ছেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ