Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাতকে খালে মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত শতাধিক

প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা : সুনামগঞ্জের ছাতকে সরকারি খালে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে শতাধিক লোক আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর ৩০ জনকে ছাতক হাসপাতাল থেকে সিলেট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার বেলা ২টায় উপজেলার নোয়ারাই ইউনিয়নের মৌলা গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় মৌলা গ্রামের আব্দুল মছব্বির পক্ষের লোকজন সড়কের পাশের একটি সরকারি খালে মাছ ধরতে গেলে প্রতিপক্ষ আবুল হাসনাত পক্ষের লোকজন এতে বাধা দেয়। এ নিয়ে দু’পক্ষে কথাকাটি থেকে হাতাহাতি ও পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দু’পক্ষ রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে মহিলাসহ দুই পক্ষের কমপক্ষে শতাধিক লোক আহত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছাতকে খালে মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত শতাধিক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ