মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রধানমন্ত্রী নিকোল পশিনিয়ানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে আর্মেনিয়ার হাজার হাজার মানুষ। বিরোধপ‚র্ণ নাগরনো-কারাবাখ অঞ্চলে সংঘাত নিরসনে প্রতিবেশি আজারবাইজানের সঙ্গে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির বিরোধিতা করছেন বিক্ষোভকারীরা। তাদের সকলের একটাই সেøাগান, নিকোল বিশ্বাসঘাতক। বিক্ষোভকারীদের অভিযোগ এই চুক্তির মাধ্যমে আজারবাইজানের আঞ্চলিক সুবিধা পাওয়ার সুযোগ উন্মুক্ত হয়েছে। ঘটনাস্থল থেকে আল জাজিরার প্রতিবেদক হোদা আবদেল হামিদ জানিয়েছেন, অধিকাংশ জায়গাতেই বিক্ষোভ শান্তিপ‚র্ণ ছিল। তবে কয়েকটি স্থানে কিছুটা বিশৃঙ্খলা দেখা দেয়। সেখান থেকে কমপক্ষে ২০ জনকে আটক করা হয়েছে। বিক্ষোভকারীরা বলেন, দেশের জনগণের সঙ্গে পরামর্শ না করে কোনো চুক্তি স্বাক্ষরের অধিকার নিকোল প্যাসিনিয়ানের নেই। এটি গণতন্ত্র নয়। তিনি আমাদের জমি বিক্রি করে দিয়েছেন। দেশটির বিরোধী দলের এক নেতা বলেন, এই জাতীয় নেতাকে (নিকোল প্যাসিনিয়ান) জাতীয় সুরক্ষা দ্বারা জিজ্ঞাসাবাদ করা উচিত। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।