প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
করোনার প্রথম কয়েক মাস ঘরবন্দি থেকে চিত্রনায়িকা পূর্ণিমা কাজে ফিরেছেন। ফিরেই তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। কোয়ারিন্টেনে থেকে সুস্থ হয়ে পুনরায় কাজে ফিরেছেন। অংশ নিয়েছেন নইম ইমতিয়াজ নেয়ামূলের জ্যাম সিনেমায়। পূর্ণিমা বলেন, করোনা পরিস্থিতির কারণে অনেক দিন কাজ করিনি। এখন কাজ শুরু করেছি। যতটুকু সচেতন থেকে কাজ করা যায় করছি। তারপরও ভয় লাগে। জ্যাম সিনেমাটির গল্প ও আমার চরিত্র চমৎকার। খুব সুন্দর একটি সিনেমা পেতে যাচ্ছেন দর্শক। পূর্ণিমা বলেন, করোনার কারণে খুব বেছে কাজ করবো। সচেতনতা এবং নিরাপত্তাই বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে। আর শীত চলে আসছে। করোনার সেকেন্ড ওয়েভের কথা শোনা যাচ্ছে। তাই সবার আরো সচেতন হতে হবে। কারণ, নিজেকে এবং পরিবারকে নিরাপদ রাখাই সবচেয়ে বেশি জরুরি। তিনি বলেন, যেদিন থেকে সাধারণ ছুটি শুরু হয়েছিল, তারপর আমি কোথাও যাইনি। বেরই হইনি। কিন্তু কতদিন আর বন্দি হয়ে থাকা যায়। তবে অবশ্যই সচেতন হয়ে কাজ করতে হবে। এর বিকল্প নেই। সিনেমার এখনকার পরিস্থিতি নিয়ে পূর্ণিমা বলেন, চলচ্চিত্রের অবস্থা এমনিতেই ভালো ছিলো না। করোনার কারণে চলচ্চিত্রে অবস্থা আরো খারাপ হচ্ছে। সব স্বাভাবিক না হওয়া পর্যন্ত অবস্থা ঠিক হবে না। কবে সব স্বাভাবিক হবে তা অনিশ্চিত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।