প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অডিওতে মোহাম্মদ মিলনের ক্যারিয়ার প্রায় এক যুগের। ‘সখি ভালোবাসা কারে কয়’ প্রথম গান দিয়েই পেয়েছিলেন আশাতীত সাফল্য। এরপর কেবলই এগিয়ে চলা। ক্যারিয়ারে অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। তবে সিনেমার গানে তাকে দেখা যায়নি। প্রথমবারের মতো সিনেমায় প্লে ব্যাক করেছেন মিলন। সায়মন তারিকের পরিচালনায় এই সিনেমাটির নাম সিগন্যাল। তুহিন সিদ্দিকীর লেখা গানটির সুরারোপ করেছেন মুরাদ নূর। গানটির সংগীত পরিচালনা করছেন মুশফিক লিটু। সম্প্রতি গানটির রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। মিলন বলেন, ‘ক্যারিয়ারে এই একটা জায়গায় একটু গ্যাপ ছিল। এখন আস্তে আস্তে সেটি পূরণ করছি। এর মধ্যেই দুটি সিনেমায় প্লে ব্যাক করেছি। সামনে আরো তিন-চারটির ব্যাপারে কথাবার্তা চলছে। আশা করছি, অডিওর পাশাপাশি শ্রোতারা এখন আমাকে সিনেমাতেও নিয়মিত পাবেন।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।