Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘গেম অব থ্রোনস’ শেষ হবার পর কর্মহীন আর দেউলিয়া হয়ে পড়েছিলেন জেসন মোমোয়া

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০২০, ১২:০৩ এএম

জেসন মোমোয়া ‘গেম অফ থ্রোনস’ সিরিজে খাল ড্রোগো’র ভূমিকায় অভিনয় করে বিশ্বখ্যাতি লাভ করেন। মোমোয়া জানিয়েছেন ২০১১ সালে তার চরিত্রে বিদায় হলে তিনি কর্মহীন আর দেউলিয়া হয়ে পড়েন। ২০১১তে এমিলিয়া ক্লার্ক রূপায়িত ডেনেরিস টার্গারিয়েনের স্বামী খাল ড্রোগো চরিত্রটিকে বিদায় দেয়া হয়। ৪১ বছর বয়সী অভিনেতাটি ইনস্টাইল সাময়িকীকে জানিয়েছেন সিরিজ থেকে তার চরিত্রটি বাদ পড়ার পর তিনি বেকার হয়ে যান, সেসময় এমনকি তিনি বিলও পরিশোধ করতে পারছিলেন না। “বলা যায় ‘গেম অফ থ্রোনস’ –এর পর আমাদের উপাসও থাকতে হয়েছে,” মোমোয়া বলেন, “আমি কাজ পাচ্ছিলাম না। এমন পরিস্থিতি খুব বিপাকের যখন সন্তানাদি আছে অথচ পুরো দেউলিয়া হয়ে পড়েছি।” অভিনেত্রী লিসা বনেট মোমোয়ার স্ত্রী; তাদের কন্যার নাম লোলা লোলানি (১৩) ছেলে নাকোয়া উল্ফমানাকাওয়াপো নামাকেহার বয়স ১১ বছর। মডেলিং দিয়ে মোমোয়ার যাত্রা শুরু হয়, ১৯৯ সালে তিনি হাওয়াইয়ের মডেল অফ দ্য ইয়ার নির্বাচিত হন। তিনি ‘বেওয়াচ হাওয়াই’, ‘নর্থ শোর’, কোনান দ্য বারবারিয়ান’ এবং ‘স্টারগেট : অ্যাটলান্টিস’-এ অভিনয় করেছেন। তিনি বিশ্বখ্যাতি পেয়ছেন খাল ড্রোগো চরিত্র এবং ‘আকুয়াম্যান’ ফিল্মের জন্য।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ