Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০২০, ১২:০৩ এএম

হেগে গুলি
হেগে অবস্থিত সউদী আরবের দ‚তাবাসের দিকে গুলি করা হয়েছে বৃহস্পতিবার ভোরে। তবে এতে কেউ হতাহত হননি। এ নিয়ে ডাচ পুলিশ তদন্ত করছে। পুলিশ বলেছে, বৃহস্পতিবার ভোর ৬টার আগেই হেগে অবস্থতি ওই ভবন লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয় নি। রয়টার্স।


আত্মসমর্পণ
উত্তর-প‚র্ব ভারতের আসাম-মেঘালয় সীমান্ত এলাকায় চার সহযোগীসহ আত্মসমর্পণ করেছেন উলফা (আই)-এর গুরুত্বপ‚র্ণ নেতা এসএস কর্নেল দৃষ্টি রাজখোয়া। ভারতীয় সেনাবাহিনীর গোয়েন্দা এজেন্সির কাছে তারা আত্মসমর্পণ করেছেন বলে খবর দিয়েছে । এতে বলা হয়, এসএস করপোরাল বেদান্ত, ইয়াসিন অসম, রোপ্যজোতি অসম এবং মিথুন অসমসহ দৃষ্টি রাজখোয়া বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্রসহ আত্মসমর্পণ করেন।খবরে আরো বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। নয় মাস ধরে সেনা গোয়েন্দা সংস্থা অবিরাম অভিযান চালিয়ে যাচ্ছিল বলে জানিয়েছেন এক কর্মকর্তা। অনলাইন এএনআই।


চরমপন্থা বাড়ছে
করোনার মহামারীর কারণে আরোপ করা লকডাউনের জন্য ব্রিটেনজুড়ে চরমপন্থা বাড়ছে। ব্রিটিশ সন্ত্রাসবাদবিরোধী সংস্থা জানিয়েছে, লকডাউন এখন শুধুমাত্র জাতীয় মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলছে না বরং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করেছে। সন্ত্রাসবাদ-বিরোধী শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা জানান, দ্বিতীয় লকডাউনের পর অনলাইনের মাধ্যমে দেশের অনেক তরুণ চরমপন্থীদের দ্বারা আকৃষ্ট হচ্ছে। কাউন্টার টেরোরিজম পুলিশিংয়ের সুপারিনটেনডেন্ট ম্যাথিউ ডেভিসন বলেন, লকডাউন এবং অনলাইনে চরমপন্থা ছড়ানোর মধ্যে সরাসরি সম্পর্ক রয়েছে। পার্সটুডে।


রাশিয়ার অস্বীকৃতি
নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সহকারীদের সঙ্গে যোগাযোগ স্থাপনের কথা অস্বীকার করেছে রাশিয়া। দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, জো বাইডেনের নির্বাচনি টিমের সঙ্গে মস্কো কোনো ধরনের সম্পর্ক স্থাপন করেনি। রিয়াবকভ বুধবার মস্কোয় আরো বলেন, ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছে বলে মার্কিন কর্মকর্তারা যে অভিযোগ করেছিলেন এখনো মস্কো তা ভুলে যায়নি। সা¤প্রতিক মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের সহকারীদের সঙ্গে রাশিয়া যোগাযোগ করেছে বলে কোনো কোনো মার্কিন গণমাধ্যম অভিযোগ করার পর রিয়াবকভ এ বক্তব্য দিলেন। পার্সটুডে।


হুমকি যুক্তরাষ্ট্রের
চীনের ওপর আরও নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। হংকংয়ে গণতন্ত্রপন্থী চার সংসদ সদস্যকে বহিষ্কারের ঘটনাকে সুস্পষ্টভাবে লঙ্ঘন বলে উল্লেখ করে বেইজিংয়ের ওপর নিষেধাজ্ঞার হুমকি দিল ওয়াশিংটন। বুধবার দিনের শুরুতে জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে গণতন্ত্রপন্থী চার সংসদ সদস্যকে বহিষ্কার করেন হংকংয়ের নির্বাহী। কিছুদিন আগেই বেইজিং একটি নতুন বিল পাস করেছে, যার ফলে আদালতের নির্দেশ না নিয়েই সংসদ সদস্যদের বহিষ্কার করার ক্ষমতা পেয়েছে সরকার। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ