গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর মগবাজারের নয়াটোলায় একটি ভবনের পাঁচ তলা বাড়ি থেকে বাবা ও ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যার দিকে হাতিরঝিল থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- বাবা খায়রুল ইসলাম (৫৫) ও ছেলে শারাত ইসলাম আরিন (১৪)। তাদের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায়। বর্তমানে মগবাজার নয়াটোলা র্যাব অফিসের পাশে একটি ভবনের পাঁচ তলায় ভাড়া থাকতেন তারা।
হাতিরঝিল থানার এসআই খন্দকার সেলিম শাহরিয়ার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৃথক দুটি রুমে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় বাবা-ছেলের লাশ পাওয়া যায়। পরে লাশ দুটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এসআই জানান, বাবা-ছেলেকে হত্যা করা হয়েছে নাকি তারা আত্মহত্যা করেছেন- সেটি ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে।
পুলিশ জানায়, ঘটনার সময় খায়রুলের স্ত্রী নাজমুন নাহার নুপুর বাজারে গিয়েছিলেন। বাজার থেকে এসে দেখেন দরজা বন্ধ। খবর পেয়ে ওই বাসার পৃথক রুম থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।