Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভূঞাপুর-তারাকান্দি সড়ক সংস্কারে বাধা

ভূঞাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা: | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

টাঙ্গাইলের ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কে প্রশস্তকরণের কাজে বাধা দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগে মামলা করেছেন রানা বিল্ডার্সের সাইট ম্যানেজার মো. সোহেল রানা জনি। গত মঙ্গলবার রাতে নিজে বাদী হয়ে ভূঞাপুর থানায় ২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১০-১২ জনের নামে মামলা দায়ের করেন। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কে গত ১ মাস আগে থেকে ১০ কিলোমিটার সড়কের প্রসস্থ করণের কাজে অর্জুনা হাটখোলা অংশে কাজ করে আসছিল। কাজ চলাসময়ে আরিফ ও মাসুদের নেতৃত্বে একটি দল ২০ লাখ টাকা চাঁদার দাবিতে কাজ বন্ধ করে দেয়ার হুমকি দিয়ে এক্সোভেটরের চালক জহুরুল ইসলামকে মারধর করেন তারা। 

এ বিষয়ে ভূঞাপুর থানার মামলা তদন্ত কর্মকর্তা এসআই মো. আব্দুল্লাহ আল মাসুদ জানান, মামলাটি তদন্তনাধীন রয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতারে চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক-সংস্কার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ