বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ কবি সৈয়দ মুনাব্বির আহমেদ তনন হত্যার ঘটনায় সংস্কৃতিসেবীদের মাঝে প্রতিবাদের ঝড় উঠেছে। এই তরুণ কবির হত্যার প্রতিবাদ জানাতে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল বুধবার সকালে মানববন্ধন ও মৌন শোকযাত্রা করেছে স্থানীয় সাহিত্য সংস্কৃতিসেবীরা। স্থানীয় প্রেস ক্লাবের সামনে সৃজন সাহিত্য সংগঠনের আহবানে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন। পরে একটি মৌন শোকযাত্রা প্রেস ক্লাব চত্বর থেকে শুরু হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
কর্মসূচিতে কবি ও গবেষক অধ্যাপক মহিবুর রহিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদের সভাপতি আল আমীন শাহীন, কবি শামসুজ্জামান খান আশরাফী, প্রভাষক কবি পারভেজ রায়হান, খেলাঘরের প্রতিনিধি সাংবাদিক প্রবীর চৌধুরী রিপন, অংকুর শিশু কিশোর সংগঠনের প্রতিষ্ঠাতা আনিছুল হক রিপন প্রমুখ। বক্তারা অবিলম্বে তরুণ কবি তনন হত্যার সাথে জড়িতদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। জানা যায়, নিহত তনন সৃজন সাহিত্য সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত ছিল। গত রোববার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে সোমবার রাতে সে মারা যায়। তার মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে শোকের ছাঁয়া নেমে আসে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।