Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

সেনা প্রত্যাহার
একটি সামরিক ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করেছে তুরস্ক। এতদিন তুরস্ক যে সমস্ত উগ্রপন্থী সন্ত্রাসীদেরকে সিরিয়ায় সমর্থন দিয়ে আসছিল তাদের জন্য এটি নতুন বিপর্যয়ের কারণ হবে। মঙ্গলবার উত্তরাঞ্চলীয় হামা প্রদেশের শের মোগের এলাকার একটি পর্যবেক্ষণ পোস্ট থেকে তুর্কি সেনাদের প্রত্যাহার সম্পন্ন হয়েছে। তুর্কি সেনা প্রত্যাহারের আগেই সিরিয়ার সেনারা ওই এলাকা ঘেরাও করে ফেলে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সরকারি কর্মকর্তা দাবি করেছেন যে, এটি প্রত্যাহার নয় বরং প্রয়োজন অনুসারে সেনাদেরকে অন্য কোথাও মোতায়েন করা হচ্ছে।

কয়েকশ’ গুণ বেশি
শীতের আগেই দিল্লির বাতাসে দ‚ষণ এতটাই বেড়েছে যে, আধ হাত দ‚রের বস্তুও দেখা যাচ্ছে না। দ‚ষণ নিয়ন্ত্রণে শহরে সব ধরনের আতশবাজি পোড়ানো নিষিদ্ধ করা হয়েছে। ভারতের পরিবেশ আদালতের এ রায়ে দীপাবলী উৎসবে বাজি পোড়াতে পারবেন না দিল্লির বাসিন্দারা। নভেম্বরের শুরুতেই ভারতের রাজধানী দিল্লির রাস্তায় হেডলাইট জ্বালিয়েও চলাচল করতে পারছে না যানবাহনগুলো। শীত জেঁকে বসার আগেই মারাত্মক আকার ধারণ করেছে বায়ু দ‚ষণ। কয়েক হাত দ‚রের মানুষ কিংবা যানবাহন কিছুই দেখা যাচ্ছে না। মঙ্গলবার শহরটির বায়ুমানের মাত্রা রেকর্ড করা হয় ৫শ’ ৩৪ এ.কিউ.আই, যা স্বাভাবিকের চেয়ে কয়েকশো গুণ বেশি। পিটিআই।

পাল্টা পদক্ষেপ
বেলারুশের দুই ক‚টনীতিককে বহিষ্কারের পর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব বলেছেন, পাল্টা পদক্ষেপ হিসেবে তাদের দেশে ফেরত যেতে বলা হয়েছে। মঙ্গলবার ব্রিটিশ পররাষ্ট্র দফতরে বেলারুশের রাষ্ট্রদ‚তকে তলব করে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। গত রবিবার বেলারুশের রাজধানী মিনস্কে সরকার বিরোধী বিক্ষোভ নিয়ে যুক্তরাজ্য কঠোর প্রতিক্রিয়া জানায়। এর জবাবে সোমবার মিনস্কে যুক্তরাজ্যের ডিফেন্স অ্যাটাচেসহ দুই ক‚টনীতিককে বহিষ্কার করে বেলারুশ। এর পাল্টা পদক্ষেপ হিসেবে বেলারুশের দুই ক‚টনীতিককে বহিষ্কার করা হয়। গার্ডিয়ান।

সাংবাদিক হত্যা
২০১৬ সালে একবার গুলিবিদ্ধ হয়েও বেঁচে গিয়েছিলেন ফিলিপাইনের সাংবাদিক ভার্জিলিও ম্যাগানেস (৬২)। তবে এবারে আর শেষ রক্ষা হয়নি দেশটির রেডিও স্টেশন ডিডব্লিউপিআর’র এই সাংবাদিকের। স্থানীয় পুলিশ কর্মকর্তা ক্রিস্টিয়ান আলুকোদ জানিয়েছেন, উত্তরাঞ্চলীয় পানগাসিনান প্রদেশে নিজ বাড়ির বাইরে এই সাংবাদিকের ওপর ছয়টি গুলি চালায় মোটরসাইকেলে আসা হামলাকারী। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। সাংবাদিকদের জন্য বিশ্বের অন্যতম বিপদজনক দেশ ফিলিপাইন। দেশটির বেশিরভাগ সাংবাদিক হত্যার ঘটনাতেই ছাড়া পেয়ে যায় হত্যাকারীরা। এএফপি।


ভানুয়াতুতে প্রথম
দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতুতে প্রথমবারের মতো করোনা শনাক্ত হয়েছে। বুধবার দেশটির স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে। এর মধ্যে বিশ্বের যে গুটিকয়েক দেশ এতোদিন করোনামুক্ত ছিল বল দাবি করা হতো, সে অবস্থান হারাল ভানুয়াতু। দেশটির জনস্বাস্থ্য বিভাগের পরিচালক লেন তারিভোন্দা জানান, আক্রান্ত ব্যক্তির বয়স ২৩ বছর। স¤প্রতি তিনি যুক্তরাষ্ট্র থেকে ফিরেছেন। কোয়ারেন্টিনের পঞ্চম দিন তার নমুনা পরীক্ষা করা হয়। মঙ্গলবার করোনা শনাক্ত হয় বলেও জানান তিনি। জনস্বাস্থ্য বিভাগের বিবৃতিতে বলা হয়, স্থানীয় কারো শরীরে এখনো করোনা শনাক্ত হয়নি। বিদেশ ফেরত ব্যক্তির শরীরে ওই ভাইরাস পাওয়া গেছে। সংক্রমণরোধে সব ধরনের স্বাস্থ্যবিধি জারি আছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ