Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরিচালনায় অজেয় চৌধুরী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

সাংবাদিক খালেদ আহমেদ অজেয় চৌধুরী ছদ্মনামে কবিতা লিখেন। এবার এই ছদ্মনামেই তিনি নাটক প্রযোজনা ও পরিচালনা করেছেন। পরপর তিনটি নাটক নির্মাণ করেছেন তিনি। নাটক তিনটি হচ্ছে, ‘বাবু খায় না’, ‘বন্ধন’ এবং ‘আয় চিল করি’। ডিভাইন এন্টারটেইনমেন্টের ইউটিউট চ্যানেলে এরইমধ্যে ‘বাবু খায় না’ ও ‘বন্ধন’ নাটক দুটি প্রকাশিত হয়েছে। তারমধ্যে ‘বাবু খায় না’ নাটকে সাঈদী, মিরা, সুস্মি এবং ‘বন্ধন’ নাটকে অভিনয় করেছেন পারভেজ সুমন, অধরা প্রিয়া, নজরুল কোরাইশী প্রমুখ। নাটক দুটি বেশ সাড়া জাগিয়েছে। অজেয় চৌধুরী জানান, খুব শিগগিরই এই চ্যানেলে প্রচার হবে ‘আয় চিল করি’। এই নাটকেও দেখা মিলবে সাঈদী, মিরা, সুস্মির। তিনটি নাটকেরই চিত্রনাট্য লিখেছেন সেয়দ শিশির। টিভি চ্যানেলে প্রচারে না গিয়ে ইউটিউব চ্যানেল বেছে নেয়া প্রসঙ্গে অজেয় চৌধুরী বলেন, ‘প্রথমত আমার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ‘ডিভাইন মিডিয়া’। অনেক পরিকল্পনা নিয়ে যাত্রা শুরু করেছি। নাটকের পাশাপাশি ওয়েব ফিল্ম ও সিরিজ, সিনেমা বানানোর ইচ্ছে রয়েছে। এ ভাবনা থেকেই নিজের ইউটিউব চ্যানেল প্রতিষ্ঠিত করতে চাই। এখানে আমার প্রথম পরিচালিত নাটকগুলো প্রচারের সিদ্ধান্ত নিয়েছি।’ তবে টিভি চ্যানেলেও নাটক নির্মাণ করব। শিঘ্রই ধারাবাহিক নাটক নিয়ে কাজ শুরু করবো। ভবিষ্যতে সিনেমা পরিচালনা করব। সে লক্ষ্য নিয়েই এগুচ্ছি। উল্লেখ্য, অজেয় চৌধুরী দীর্ঘদিন ধরে দৈনিক ইত্তেফাকে ফিচার এডিটর হিসেবে কাজ করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অজেয়-চৌধুরী

১২ নভেম্বর, ২০২০
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ