প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অনিমেষ আইচের ‘না মানুষ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন ছোট পর্দার অভিনেত্রী মৌসুমী হামিদ। এবার সরকারি অনুদানে নির্মিত ‘১৯৭১ সেই সব দিন’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। এটি নির্মাণ করবেন নাট্যাভিনেত্রী হৃদি হক। এতে কেন্দ্রীয় একটি চরিত্রে দেখা যাবে মৌসুমী হামিদকে। মৌসুমী হামিদ বলেন, নাটক দিয়ে অভিনয় শুরু করলেও ভালো গল্পের প্রস্তাব পেলে সিনোয়ও কাজ করি। নতুন এই সিনেমার গল্প মুক্তিযুদ্ধভিত্তিক। এতে অভিনয় দেখানোর যথেষ্ট জায়গা আছে। আমি সর্বোচ্চ চেষ্টা করব নিজের চরিত্রটি ফুটিয়ে তুলতে। আশা করি, সিনেমাটি সবার ভালো লাগবে। এ সিনেমা ছাড়াও মৌসুমী হামিদ সম্প্রতি অভিনয় করেছেন গাজী রাকায়েত পরিচালিত গোর নামে একটি সিনেমায়। এটি মুক্তি পাবে আগামী জানুয়ারিতে। এর আগে মৌসুমী প্রশান্ত অধিকারীর পরিচালনায় হাডসনের বন্দুক নামে একটি সরকারি অনুদানের সিনেমায় অভিনয় করেন। এটি এখনও মুক্তি পায়নি। এদিকে, খন্ড নাটকের পাশাপাশি ধারাবাহিক নাটক নিয়ে ব্যস্ত আছেন তিনি। সঞ্জিত সরকারের চিটিং মাস্টার ধারাবাহিকে নিয়মিত অভিনয় করছেন মৌসুমী হামিদ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।