নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ঘরোয়া ফুটবলের আসন্ন মৌসুমকে সামনে রেখে চার বিদেশি ফুটবলারের সঙ্গে নতুন চুক্তি করলো সাইফ স্পোর্টিং ক্লাব। ফুটবলাররা হলেন- নাইজেরিয়ার এমানুয়েল, কেনেথ, জন ওকোলি ও উজবেকিস্তানের সিরোজুদ্দিন। কয়েকদিন আগেই এরা ঢাকায় এসে সাইফ স্পোর্টিং ক্লাবে যোগ দিয়েছেন।
আগামী রোববার শুরু হবে সাইফ স্পোর্টিং ক্লাবের প্রাক-মৌসুম প্রস্তুতি। তারা পর্যায়ক্রমে খেলোয়াড়দের করোনাভাইরাস পরীক্ষা করিয়ে ক্যাম্পে ওঠাচ্ছে। খেলোয়াড়দের সঙ্গে টেকনিক্যাল স্টাফ ও অন্য কর্মচারীদেরও করোনো পরীক্ষা করিয়ে ক্যাম্পে ওঠাবে সাইফ স্পোিির্টং। প্রথম ধাপে তারা নিরাপত্তাকর্মী, বলবয়, বাবুর্চি ও ক্যাম্পের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীর করোনাভাইরাস পরীক্ষা করিয়েছে। দলটির নতুন বিদেশি কোচ বেলজিয়ামের পল পুট ক’দিন আগেই ঢাকায় এসেছেন। তবে সাইফকে ঘরোয়া ফুটবলের মর্যাদার আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম পর্বের শেষ ম্যাচ পর্যন্ত জামাল ভূঁইয়াকে ছাড়াই খেলতে হবে। কারণ সাইফ অধিনায়ক জামাল ভূঁইয়া আগামী ২০ নভেম্বর কলকাতায় চলে যাচ্ছেন। সেখানে কলকাতা মোহামেডানের সঙ্গে ৫ মাসের চুক্তি হয়েছে তার। এপ্রিলের মাঝামাঝিতে ফের সাইফ স্পোর্টিং ক্লাবে ফিরবেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।