Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কমলনগরে ৩৬ ভিক্ষুক পরিবারের মাঝে গরু বিতরণ

কমলনগর (লক্ষ্মীপুর)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০২০, ৯:১২ এএম

ভিক্ষাবৃত্তি বন্ধে এবং বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে লক্ষ্মীপুরে কমলনগরে ৩৬ ভিক্ষুক পরিবারের মাঝে গরু বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন এক আলোচনা সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। বিশেষ অতিথি ছিলেন, জেলা সিভিল সার্জন ডা. আব্দুল গাফ্ফার, উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুর ইসলামের সঞ্চালনায় অন্যান্যের উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু তাহের, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আকতারুজ্জামান, গ্রেটওয়াল সিরামিক কোম্পানী লি: এর সহকারি জেনারেল ম্যানেজার এম জে ফরিদ উদ্দিন কিশলু, উপজেলা আ’লীগের সভাপতি মাষ্টার একেএম নুরুল আমিন, সমাজ সেবা কর্মকর্তা মো. মাসুদ তালুকদার ও হাজিরহাট ইউনিয়ন পরিষদ(ইউপি) চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন প্রমূখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্র জানা যায়, দেশের বৃহৎ কোম্পানী গ্রেটওয়াল সিরামিক করোনাকালিন সময়ে অসহায়, দুস্থ্যদের পূণর্বাসনের লক্ষ্যে এ উপজেলার নয়টি ইউনিয়নে ১৮লক্ষ টাকা অনুদান দেয়। ওই টাকা জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল ভিক্ষুকমুক্ত দেশ গড়তে এবং তাদের স্বাবলম্বি করার জন্য প্রতিটি ইউনিয়নে ৮ ভিক্ষুক পরিবারের মাঝে গরু কিনে দেয়ার ব্যবস্থা । প্রথম পর্যায়ে প্রতিটি ইউনিয়নে ৪জন করে নয়টি ইউনিয়নে ৩৬ ভিক্ষুক পরিবারের মাঝে এ গরু বিতরণ করা হয়েছে। বাকি ৩৬ পরিবারের মাঝে আগামি সপ্তাহের মধ্যে বিতরণ করা হবে বলে জানা যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গরু বিতরণ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ