মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
এবার ভারতে খাবার লুটের ঘটনা ঘটেছে। তাও আবার এক রাজনৈতিক দলের তৈরি খাবার অন্য রাজনৈতিক দল খেয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে। জানা গেছে, বিজেপির আয়োজন করা খাবার খেয়ে নিয়েছে তৃণম‚ল! আশ্চর্য লাগলেও এটাই বাস্তবে ঘটেছে। রাজ্য রাজনীতির ইতিহাসে এটাই প্রথম বলে সবাই মনে করছে। স্থানীয় স‚ত্রমতে, পশ্চিমবঙ্গের বন্দর শহরে হলদিয়ায় দিলীপ ঘোষের সভা ছিল। আর তাই দিলীপের সভায় বিজেপি কর্মীদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। সেখানে গিয়ে তৃণম‚ল কর্মীরা সব খাবার খেয়ে নেয়। হলদিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আজিজুল রহমানের অনুগামীদের বিরুদ্ধে এই খাবার খেয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। তবে, এ অভিযোগ অস্বীকার করেছেন তৃণম‚ল নেতা আজিজুল রহমান। তিনি জানান ‘আমাদের নামে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। আমরা মানুষের মুখে খাবার তুলে দিয়ে থাকি। লকডাউনের সময় বহু মানুষের মুখে আমরা খাবার তুলে দিয়েছি। এটা রাজনৈতিক চক্রান্ত। যা করে আমাদের দলকে কালিমালিপ্ত করা হচ্ছে।’ হিন্দুস্থান টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।