Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

লাফিয়ে বাড়ছে
সংক্রমণের নতুন ঢেউয়ে হিমশিম খাওয়া যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলোতে কোভিড-১৯ রোগে চিকিৎসাধীনের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সোমবার দেশটির বিভিন্ন রাজ্যের হাসপাতালগুলোতে প্রায় ৫৯ হাজার রোগী চিকিৎসাধীন ছিলেন বলে বার্তা সংস্থার এক প্রতিবেদনে জানানো হয়েছে। সংবাদমাধ্যমটির হিসাবে, যুক্তরাষ্ট্রে গত ৩০ দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রায় ৭৩ শতাংশ বেড়ে এখন ৫৮ হাজার ৯৮২ জনে দাঁড়িয়েছে। দেশটিতে এর আগে কখনোই এত কোভিড-১৯ রোগী একই সময়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন না। রয়টার্স।


শেষ কামড়
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারকে বরখাস্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে হেরে যাওয়ার পর এটাই তার শেষ কামড় বলে ধারণা করা হচ্ছে। মন্ত্রীকে পদ থেকে সরিয়ে দেওয়ার ঘোষণা দিয়ে এক টুইট বার্তায় এ কথা জানিয়েছেন তিনি। ট্রাম্পের সঙ্গে মার্ক এসপারের প্রকাশ্য বিবাদ রয়েছে। তার জেরে এমন ঘোষণা এলো। এর আগেও বেশ কয়েকজন প্রতিরক্ষামন্ত্রী কাজ করেছে ট্রাম্প প্রশাসনে। মতের অমিল হলেই তাদের বরখাস্ত করেছেন ট্রাম্প। এদিকে নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ক্রিস্টোফার মিলারকে নিয়োগ দিয়েছেন ট্রাম্প। রয়টার্স।

ঘুষে ক্ষমতাচ্যুত
পার্লামেন্টে অভিশংসিত হয়েছেন পেরুর প্রেসিডেন্ট মার্টিন ভিজকারা। ঘুষের বিনিময়ে সরকারি কাজ নির্দিষ্ট একটি সংস্থাকে দেওয়ার অভিযোগে তাকে অভিশংসিত করা হয়। মঙ্গলবার পেরুর এ প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করার পক্ষে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা ভোট দেন। গণমাধ্যমকে ভিজকারা বলেছেন, তিনি সংসদ সদস্যদের ভোটের রায় মেনে নেবেন এবং এর বিরুদ্ধে কোনো ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ করবেন না। শিগগিরই তিনি প্রেসিডেন্ট প্রাসাদ ছেড়ে দেবেন। প্রেসিডেন্ট ভিজকারার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২১ সালের জুলাইয়ে। বিবিসি, গার্ডিয়ান।


জাফরান দিবস
শের-ই-কাশ্মীর কৃষিবিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিশ্বখ্যাত মসলা জাফরান উৎপাদন উন্নত পদ্ধতিতে করার প্রণোদনা দেওয়ার উদ্দেশ্যে ‘জাফরান দিবস’ পালনের আয়োজন করে। বার্তা সংস্থা জানায়, গত ৬ নভেম্বর পুলওয়ামা জেলার পাম্পুরের দুশু নামক স্থানে অনুষ্ঠান হয়েছে। ফসল উৎপাদন বাড়ানোর ব্যাপারে চাষিদের উদ্বুদ্ধকরণ পর্যায়ে শের-ই-কাশ্মীর বিশ্ববিদ্যালয় প্রতিবছর বিভিন্ন ফসলের নামে ‘দিবস’ আয়োজন করে। এর আগে তারা ‘গম দিবস’ ও ‘চাল দিবস’ করেছিল। এএনআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ