Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবার খল ভূমিকায় মিশমি দাস

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

তিয়াসা রায় আর নীল ভট্টাচার্য অভিনীত জনপ্রিয় বাংলা ধারাবাহিক ‘কৃষ্ণকলি’তে গুরুত্বপূর্ণ একটি ভূমিকায় অভিনয়ের সুযোগ পেয়েছেন মিশমি দাস। তিনি নয়না নামে এক আধুনিক তরুণীর ভূমিকায় অভিনয় করবেন যে নীল রূপায়িত নিখিলের মন জয় করে। অতি গø্যামারাস সাজে তাকে দেখা যাবে। নয়না চরিত্রটি খল, সে তার স্বার্থ উদ্ধার করার জন্য সব ছলাকলা জানে। আর সে খুব সহজেই মানুষকে প্রভাবিত করতে পারে। নিখিল এখনও শ্যামার অভাব অনুভব করে বলে তাকে সে কোনোভাবেই প্রভাবিত করতে পারে না। মিশমি, ঐন্দ্রিলা শর্মা এবং সোমরাজ মাইতি অভিনীত ‘জিয়ন কাঠি’ ধারাবাহিকেও কর ভূমিকায় অভিনয় করছেন। ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিকে গø্যামারহীন ভূমিকায় অভিনয় করে চমক সৃষ্টি করেছিলেন। এই সপ্তাহেই ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের নতুন কাহিনীধারা শুরু হয়েছে। এই কাহিনীধারায় টাইম লিপ নেয়া হয়েছে। ১৮ বছর পরের গল্পে নিখিল আর শ্যামার মেয়ে বয়ঃপ্রাপ্ত হয়েছে। সে শ্যামার সঙ্গে বারানসিতে থাকে। সেও শ্যামার মত ভাল গান গায়। শ্যামা স্মৃতি হারিয়েছে। নিখিল তাদের কথা জানে না। নিখিল- শ্যামার মেয়ের ভূমিকায় অভিনয় করবেন সৌমি চ্যাটার্জি। সৌমি রাজ চক্রবর্তী প্রযোজিত ‘কপালকুÐলা’তে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিশমি দাস
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ