মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
হোয়াইট হাউসের এক বৈঠকে সর্বপ্রথম ইভানকাই ট্রাম্পকে বলেছিলেন নির্বাচনের ফলাফল মেনে নিতে।ডেইল মেইলকে হোয়াইট হাউসের একটি সূত্র জানিয়েছে ইভানকার নিজস্ব ‘এজেন্ডা’ আছে। ২০২৪ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পদপ্রার্থী হতে চান তিনি। এজন্যে ইভানকা চান না তার এ ভবিষ্যতের সেতুবন্ধন ট্রাম্পের কারণে বরবাদ হোক। নির্বাচনের ফলাফল মেনে নিতে বিদায়ী প্রেসিডেন্টকে অনুরোধ করছেন তিনি। হোয়াইট হাউসের সিনিয়র স্টাফ মিটিংয়ে ইভানকা বলেন, ট্রাম্পের প্রেসিডেন্সি জনগণের সেবা করার জন্যে একটি সন্মানের বিষয় ছিল এবং মার্কিন নাগরিকরা যা অর্জন করেছে তাতে আনন্দিত হওয়া উচিত। -ডেইলি মেইল, সিএনএন
এসময় ট্রাম্পের উপদেষ্টা জ্যারেড কুশনার তার স্ত্রী ইভানকাকে সমর্থন জানিয়ে প্রেসিডেন্টকে নির্বাচনের ফলাফল মেনে নেয়ার অনুরোধ জানান। সিএনএন’এর প্রতিবেদনে বলা হয় মার্কিন ফার্স্টলেডি মেলানিয়াও ট্রাম্পকে নির্বাচনে পরাজয় ও ক্ষতি মেনে নেয়ার কথা বলেন। কিন্তু বাধ সাধেন ট্রাম্প পুত্র জুনিয়র ডোনাল্ড ও এরিক। এদের সঙ্গে রয়েছে কিছু আইনজীবী। সাবেক হাউস স্পিকার নিউট গিনগ্রিচ, ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক রিচার্ড গ্রিনেল ট্রাম্পকে ম্যাসেজ পাঠান মৃত মানুষের ভোট যাচ্ছে বাইডেনের বাক্সে। ভোট গণনার ক্ষেত্রে দুর্নীতির আশ্রয় নেয়া হচ্ছে। এসব অভিযোগের কোনো সত্যতা মেলেনি। কিন্তু রিপাবলিকান নেতাদের এসব ম্যাসেজ পেয়ে ট্রাম্প বলছেন মার্কিন নাগরিকদের যথাযথ ভোট গ্রহণ না হওয়া পর্যন্ত আমি বিশ্রাম নেব না এবং এটি গণতন্ত্রের দাবি। হোয়াইট হাউসের একাধিক সূত্র বলছে ইভানকার পরিস্থিতি তীক্ষ্ণ নজরে রাখছেন। ভবিষ্যতের হিসেব কষছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।