Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিমানের ঢাকা-কলকাতা ফ্লাইট বাতিল

যাত্রী হচ্ছে ৫-৭ জন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২০, ১১:৫৭ পিএম

যাত্রী সংকটে ঢাকা-কলকাতা ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ১২ নভেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানানো হয়েছে। তবে গত ৫ নভেম্বর থেকেই এই রুটে কোনও ফ্লাইট চালায়নি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কবে থেকে আবার এই রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান; সে ব্যাপারেও নিশ্চিত করে কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ।

করোনার কারণে দীর্ঘ ৭ মাস বন্ধ থাকার পর এয়ার বাবল চুক্তির আওতায় গত ২৮ অক্টোবর থেকে ভারতের সঙ্গে ফ্লাইট চালু হয়। শুরুতে অল্পসংখ্যক যাত্রী পেলেও ক্রমশ যাত্রী খরা প্রকট হয় ঢাকা-কলকাতা রুটে।

এ অবস্থায় লোকসান এড়াতে ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় বাংলাদেশ বিমান। এ বিষয়ে বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন গণমাধ্যমকে বলেন, কলকাতা ফ্লাইটে মাত্র ৫ থেকে সাতজন যাত্রী হচ্ছে। এতো কম যাত্রী নিয়ে ফ্লাইট চালানো সম্ভব নয়, তাই ফ্লাইট বাতিল করা হয়েছে।

ঢাকা-কলকাতা রুটে সপ্তাহে ৩টি ও ঢাকা-দিল্লি রুটে সপ্তাহে ৩টি ফ্লাইট পরিচালনা করছিল বিমান। এ ছাড়া নভোএয়ার ঢাকা-কলকাতা রুটে সপ্তাহে ১টি ও ইউএস বাংলা চেন্নাই ও কলকাতা রুটে সপ্তাহে ১৩টি ফ্লাইট পরিচালনা করছে।



 

Show all comments
  • Raihanul morshed ১০ নভেম্বর, ২০২০, ৬:৪৫ এএম says : 0
    VERY GOOD
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফ্লাইট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ