Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

যুক্তরাষ্ট্রে দ. কোরীয় পররাষ্ট্রমন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নবনির্বাচত জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করার আগ্রহ বেড়েছে বিদেশি নেতাদের মধ্যে। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের আগেই বাইডেনের ঘনিষ্ঠজনদের সঙ্গে সাক্ষাৎ সেরে নিতে চাচ্ছেন অনেকে। এরমধ্যেই রোববার যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী কং কিউং-ওয়া। তিনি বলেন, দক্ষিণ কোরিয়া প্রসঙ্গে নতুন মার্কিন সরকার কোনরকম নীতিমালা গ্রহণ করবে তা বলা যাচ্ছে না। এ সম্পর্কে মন্তব্য করারও কোনো সময় হয়নি। তিনি আরো বলেন, বাইডেনের বেশ কয়েকজন সহযোগীর সঙ্গে আমার আলাপ হয়েছে। আমার মনে হয়না কোরিয়া নিয়ে মার্কিন প্রশাসনের নীতিতে কোনো পরিবর্তন আসতে যাচ্ছে। দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়টি গত তিন বছরের বিভিন্ন অগ্রগতি ও অর্জনের ভিত্তিতে তৈরি করা উচিত। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দ.-কোরীয়-পররাষ্ট্রমন্ত্রী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ