Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক ফিল্মে চার চরিত্রে চঞ্চল চৌধুরী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

একটি ওয়েব ফিল্মে চার ধরনের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। ফিল্মটির নাম ডার্করুম। এটি পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। চার চরিত্রের একটি হচ্ছে, দৈনিক পত্রিকার ইলাস্ট্রেটর চরিত্র। এই চরিত্রটি বেশ রহস্যে ঘেরা। একে কেন্দ্র করেই বাকি তিন চরিতে তিনি অভিনয় করেছেন। ডিসেম্বরে সিনেম্যাটিক নামে নতুন একটি প্ল্যাটফরমে এটি মুক্তি পাবে। পরিচালক দোদুল বলেন, ডার্করুম একবারেই মনস্তাত্তি¡ক থ্রিলার চলচ্চিত্র। এতে চার রকমভাবে উপস্থাপন করা হয়েছে চঞ্চলকে। একেকটা সময়ে একেকভাবে দেখা যাবে তাকে। একটা ম্যাজিক আছে পুরো গল্পে ও চঞ্চলের চরিত্রকে ঘিরে। চঞ্চলকে নতুনভাবে পাবেন দর্শকা। এতে চঞ্চল ছাড়াও অভিনয় করেছেন তারিন জাহান ও আজমেরী হক বাঁধন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চঞ্চল-চৌধুরী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ