Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যেভাবে বিবাহবিচ্ছেদের ধকল সামলেছেন মাইলি সাইরাস

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

গায়িকা মাইলি সাইরাস জানিয়েছেন অভিনেতা লিয়াম হেমসওয়ার্থের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তিনি খুব বেশি কাঁদেননি। “গত কয়েক বছরে আমাকে অনেক ধকল আর ক্ষতির মুখোমুখি হতে হয়েছে। ম্যালিবুতে আমার বড়িতে আগুন লেগেছে, সম্প্রতি বিবাহবিচ্ছেদ হয়েছে, আমার দাদিকে হারিয়েছি যার খুব ঘনিষ্ঠ ছিলাম আমি,” মাইলি বলেন। “একভাবে বলা যায় আমি খুব বেশি সময় কাঁদিনি, এমন নয় যে আমি আমার অনুভূতিকে এড়িয়ে যাবার চেষ্টা করেছি, আসলে কারণ হল তাতে কিছু বদলাত না। আমি শুধু সক্রিয় থাকার চেষ্টা করেছি যাতে আমি নিয়ন্ত্রণে থাকতে পারি। আর তা না করলে আমি এক ফাঁদে আটকে পড়তাম,” তিনি আরও বলেন। গায়িকা জানিয়েছেন, কান্না নিয়ন্ত্রণ করেই তিনি ধকল সামলেছেন। “যে নারী ধকল সামলে এগিয়ে যেতে পারে তাদের এক ধরণের নিষ্ঠুর অপবাদ পেতে হয়,” একটি টক শোতে মাইলি বলেন। বিয়ের এক বছর পর গত বছর ডিসেম্বরে লিয়াম হেমসওয়ার্থের সঙ্গে মাইলির বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়েছে। “ভ্রমণ আর নতুন মানুষদের সঙ্গে পরিচিত হয়ে আমি ধকল সামলাই। একজনকে হারালে আরেকজন মানুষ জীবনে আছে,” তিনি বলেন। ‘চিরদিনের সম্পর্ক’র প্রতিশ্উতি শেষ পর্যন্ত থাকে না বলে তিনি মনে করেন।।হেমসওয়ার্থের সঙ্গে ছাড়াছাড়ির পর সাইরাস কেইটলিন কার্টার এবং কোডি সিম্পসনের সঙ্গে সম্পর্কে জড়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাইলি-সাইরাস
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ