Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

প্রভাবশালী ৪০০ দক্ষিণ এশীয়’র তালিকায় শেফালি শাহ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

প্রায় দুই দশক শেফালি শাহ ভারতের শোবিজে উজ্জ্বল হয়ে অবস্থান করছেন। তার স্মরণীয় অনেক পারফরমেন্সের তালিকায় যোগ হয়েছে সাম্প্রতিক ‘দিল্লি ক্রাইম’ ওয়েব সিরিজে বর্তিকা চতুর্বেদীর চরিত্র। এই সিরিজটি আন্তর্জাতিক এমি ২০২০ এর ড্রামা বিভাগে মনোনয়ন লাভ করে। অভিনয়শিল্পী হিসেবের তার গ্রহণযোগ্যতা একেবারে যৌক্তিক আর তার কলায় দক্ষতা আর জনপ্রিয়তার কারণে তিনি স্থান পেয়েছেন শিল্প,সংস্কৃতি আর মিডিয়াতে সবচেয়ে প্রভাবশালী ৪০০ দক্ষিণ এশীয়র সম্মানজনক তালিকায়। খ্যাতনামা ব্রিটিশ সাংবাদিক আর বিনোদন উদ্যোক্তা কিরণ রাই নিউ ইয়র্ক প্রেস এজেন্সির সহযোগিতায় ২০২০ সালের জন্য শিল্প, সংস্কৃতি আর মিডিয়াতে সবচেয়ে প্রভাবশালী ৪০০ দক্ষিণ এশীয়র তালিকাটি প্রণয়ন করেছেন। ১৫ দিনের ব্যাপ্তীতে এই প্রকল্পের জন্য রাই ক্রিকেটার, টিভি তারকা, ডিজে, বলিউড তারকা, মিচেলিন স্টার শেফ, আর অন্যদের সাক্ষাতকার নেন। শেফালী শাহ বলেন, “ অতুলনীয় তারকাদের এই তালিকায় অন্তর্ভুক্ত হয়ে আমি রোমাঞ্চিত।” পরিচালক অভিনয়শিল্পী শেফালি সম্প্রতি মুম্বাইয়ে তার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হ্যাপি বার্থডে মাম্মিজি’র কাজ শেষ করেছেন। ২০২০-এর প্রভাবশালী ৪০০ দক্ষিণ এশীয়র তালিকায় আরও আছেন- জাকির হুসেন, এ আর রহমান, সোনু নিগম এবং শঙ্কর মহাদেবন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শেফালি-শাহ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ