নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে স্থগিত থাকা ২০২২ কাতার বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাই ফের শুরু হতে পারে আগামী মাসে। আগামী বিশ্বকাপের স্বাগতিক দলের বিপক্ষে ম্যাচ দিয়েই বাংলাদেশের বাছাই পুনরায় শুরু হওয়ার কথা। প্রথম ধাপে কাতার আর বাংলাদেশ মৌখিকভাবে রাজী হয়েছে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম পর্বের ফিরতি লেগের ম্যাচটি খেলার জন্য। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৪ ডিসেম্বর কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হবে কাতার-বাংলাদেশ ম্যাচ। এই তথ্য রোববার জানা গেলেও এ ব্যাপারে সোমবার বাংলাদেশ দলের ব্রিটিশ কোচ জেমি ডে নিজের ভাবনার কথা জানান। তিনি বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ শুরুর সম্ভাবনার গুঞ্জন নিয়ে এখনই ভাবছেন না। আপাতত তার সব ভাবনা নেপালের বিপক্ষে বাংলাদেশের দুই প্রীতি ম্যাচ নিয়ে। ফিফা আন্তর্জাতিক যে ম্যাচ দু’টি আগামী ১৩ ও ১৭ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গত মার্চে স্থগিত হয়ে যাওয়া বিশ্বকাপ বাছাই পর্ব গত মাসে পুনরায় মাঠে গড়ানোর কথা থাকলেও তা গড়ায়নি। বিদ্যমান পরিস্থিতির বিবেচনায় গত আগস্টে ফিফা ও এএফসি বিবৃতি দিয়ে বাছাই পর্বের এশিয়া অঞ্চলের প্রিলিমিনারি রাউন্ডের খেলা এ বছর হচ্ছে না বলে জানিয়েছিল। তবে নতুন করে গুঞ্জন উঠেছে বছরের শেষ দিকে বিশ্বকাপ বাছাই ফের মাঠে গড়াবে। জেমি ডে এখন দারুণ ব্যস্ত নেপালের বিপক্ষে ম্যাচের শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে। তাই তো বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার অনুশীলন শেষে এই ইংলিশ কোচ জানালেন কাতারের বিপক্ষে সম্ভাব্য ম্যাচ নিয়ে নিজের ভাবনা।
জেমি বলেন, ‘আমরা কাতার ম্যাচ নিয়ে ভাবছি না। এটা এখনও নিশ্চিত হয়নি বা দুই পক্ষ সমঝোতায়ও পৌঁছায়নি। এ বিষয়ে আলোচনা হয়েছে। কিন্তু আমাদের মূল মনোযোগ এখন নেপালের বিপক্ষে আসন্ন ম্যাচগুলো নিয়ে। এ মুহূর্তে এগুলোই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ তিনি যোগ করেন,‘যদি কাতারের বিপক্ষে ম্যাচ হয়, তাহলে অবশ্যই নেপালের বিপক্ষে ম্যাচ দু’টি ওই ম্যাচের জন্য ভালো প্রস্তুতি হবে। কাতারে রওনা দেওয়ার আগে আমরা পুরো খেলার মধ্যে থাকব।’
বিশ্বকাপ বাছাই পর্বে গত বছরের অক্টোবরে প্রথম দেখায় ঘরের মাঠে কাতারের কাছে ২-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। ফিরতি লেগের ম্যাচটি কাতারের মাঠে হওয়ায় তা আরও কঠিন হবে বলে বিশ্বাস জেমি ডে’র। তাই নেপাল ম্যাচ দিয়ে নিজেদের সর্বোচ্চ প্রস্তুতি সেরে নিতে চান ব্রিটিশ কোচ। তার কথায়,‘আমরা এবার কাতারে খেলতে যাব, এটা কঠিন ম্যাচ হবে। যদি খেলতে হয়, তাহলে এখান থেকে যতটা পারি প্রস্তুতি নিয়ে যাব। প্রস্তুতির জন্য অনেক সময় পাচ্ছি এবং আশা করি, কাতার ম্যাচের আগে কিছু ম্যাচ খেলার সুযোগও পাব আমরা।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।