Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুড়িগ্রাম স্কুল ছাত্রীকে হত্যার দায়ে যুবকের আমৃত্যু কারাদণ্ড

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২০, ৪:১৩ পিএম

কুড়িগ্রামের রৌমারীতে স্কুল ছাত্রীকে হত্যার দায়ে আনোয়ারুল ইসলাম নামে এক যুবকের আমৃত্যু কারাদন্ডাদেশ দিয়েছে আদালত।
সোমবার দুপুরে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান এ রায় প্রদান করেন। মামলায় সরকার পক্ষের আইনজীবি ছিলন এডভোকেট আব্রাহাম লিংকন এবং আসামী পক্ষের আইনজীবি ছিলন এডভোকেট ফখরুল ইসলাম।
মামলার বিবরণে জানা গেছে, প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় এবং প্রতিবাদ করায় ২০১৫ সালর ১৪ জুন রৌমারী উপজলার শৌলমারী ইউনিয়নের শৌলমারী এম আর উচ বিদ্যালয়ের ছাত্রী আরজিনা খাতুনকে ইউনিয়নের বোয়ালমারীর বাড়িতে জবাই কর হত্যা করা হয়। ঐ ছাত্রীর মা বাইরে কাজ সেরে বাড়িতে ফিরে মেয়ের গলাকাটা লাশ দেখতে পায়। পরে নিহত আরজিনা খাতুনের মা সাজেদ খাতুন বাদী হয়ে রৌমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। দীর্ঘ শুনানীর পর আজ সোমবার দুপুরে এ মামলার রায় দেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ