Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশালে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

বরিশাল নগরীতে ছাত্রদল নেতা রফিকুল ইসলাম টিপুকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। গত শনিবার রাত ৯টার দিকে নগরীর কালিবাড়ি রোডে একটি হোটেলে চা পানের সময় টিপুর ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে ৮-১০টি জখম হওয়ায় উন্নত চিকিৎসার জন্য গতকাল ভোরে টিপুকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। রফিকুল ইসলাম টিপু সরকারি বরিশাল কলেজ শাখা ছাত্রদলের একাংশের সভাপতি। তবে নগরীতে সন্ত্রাসী ও মাদক বিক্রেতা হিসেবেও তার পরিচিতির অভিযোগ রয়েছে। কয়েক বছর আগে তার ছোট ভাই সরকারি বরিশাল কলেজ শাখা ছাত্রদলের তৎকালীন সময়ে একাংশের আহবায়ক জিতুকে প্রতিপক্ষরা কলেজ গেটে কুপিয়ে হত্যা করেছিল।
সেসময়কার ঘটনায় মামলার এজাহারভুক্ত আসামি ছাত্রদল নেতা ফিরোজ খান কালু ও তার আপন ছোট ভাই মিরাজ পলাতক থাকা অবস্থায় চট্টগ্রামে গুম হয়েছে বলে তাদের পরিবারের দাবি। টিপুর বাসা সরকারি বরিশাল কলেজের পাশেই।
কোতোয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম জানান, হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে। গতকাল বেলা ৩টা পর্যন্ত আহত টিপুর পরিবার থেকে থানায় অভিযোগ দেয়া হয়নি।



 

Show all comments
  • Abrar Fahad ৯ নভেম্বর, ২০২০, ৯:১২ এএম says : 0
    We want Justice
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুপিয়ে-জখম
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ