বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে নাজিমুল শেখ (৩০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে ফুলবাড়ী ২৯ বিজিবি। গতকাল রোববার সকাল ১০ টায় ফুলবাড়ী’ রুদ্রানী বিওপি ক্যাম্পের টহলদল জয়ন্তি সীমান্তে দিয়ে অবৈধ ভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করার সময় ওই ভারতীয় নাগরিককে আটক করে। বিজিবি’র হাতে আটক ভারতীয় নাগরিক নাজিমুল শেখ ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ থানার জাকিরপুর খিয়ারপাড়া গ্রামের মনির শেখের ছেলে। এ ঘটনায় ফুলবাড়ী রুদ্রানী বিওপি ক্যাম্পের হাবিলদার লিয়াকত শেখ বাদি হয়ে ওই দিন বিকেলে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল শরীফ উল্লাহ আবেদ বলেন, গতকাল রোববার সকাল ১০ টায় একজন দুস্কৃতিকারী ভারতীয় নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশ করার খবর পেয়ে রুদ্রানী বিওপি ক্যাম্পের টহলদল সীমান্ত এলাকার জয়ন্তি গ্রাম থেকে অবৈধ ভাবে অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিক নাজিমুল শেখকে আটক করে ফুলবাড়ী থানায় সোপর্দ করে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদুল হাসান বলেন, আসামি নাজিমুল শেখ অবৈধ ভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রেবশ করায় বিজিবি সদস্যগণ তাকে আটক করে তাকে পুলিশের হাতে সোপর্দ করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।