Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৪ মাসেও পরিচয়বিহীন ট্রেনে কাটায় নিহত নারী

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

সান্তাহার রেলওয়ে থানা পুলিশের উদ্ধার করা ট্রেনে কাটা নিহত নারীর (৫২) পরিচয় গত চার মাসেও মিলেনি। উদ্ধার হওয়া নারীর গায়েছিল চেক শার্ট ও নেভী ব্লু সালোয়ার। এ ঘটনায় মামলা নিয়ে থানার তদন্ত কর্মকর্তা মামলাটির চূড়ান্ত রির্পোট দিতে বিড়ম্বনায় পড়েছেন বলে জানা গেেেছ।
সান্তাহার রেলওয়ে থানা সূত্রে জানা যায়, গত ৭ জুলাই সন্ধ্যায় রানীনগর রেলস্টেশনের দক্ষিণ পাশে চকের ব্রীজের দক্ষিণ পাশে পঞ্চগড় থেকে ঢাকাগামী আন্তঃনগর পঞ্চগড় ট্রেনের নীচে কাটা পড়ে ঐ নারীর মৃত্যু হয়। সাংবাদ পেয়ে সান্তাহার রেলওয়ে থানাা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে তার লাশ দাফন করে। এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। দীর্ঘ ৪ মাসেও তার কোন পরিচয় না পাওয়ায় এ মামলার চূড়ান্ত রির্পোট নিয়ে বিড়ম্বনায় পড়েছে থানার তদন্তকারী কর্মকর্তা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত-নারী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ