Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সমাজসেবা উপ পরিচালকের হাতে লাঞ্ছিত সাংবাদিক

মেহেরপুর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

মেহেরপুরে সাংবাদিকের ক্যামেরা ভাংচুর ও মারধর করলেন সমাজসেবা উপপরিচালক। মেহেরপুরে ডিবিসি’র জেলা প্রতিনিধি আবু আক্তার করণ ও বাংলাদেশ রয়টার্স এর জেলা প্রতিনিধি জাকির হোসেনকে মারধর করে ক্যামেরা ভাংচুর করেছে জেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল কাদেরসহ কয়েকজন। গতকাল দুপুরে সমাজসেবা অফিসেই পেশাগত দায়িত্ব পালনকালে এই হামলার শিকার হন সাংবাদিকরা। হামলার শিকার সাংবাদিক আবু আক্তার বরণ ও জাকির হোসেন জানান, আমরা সংবাদ সংগ্রহের জন্য জেলা সমাজ সেবা অফিসে যায়। পরে সমাজ সেবা কর্মকর্তা আব্দুল কাদের গোপন কক্ষে নিয়ে আটকিয়ে রাখে। পরে আব্দুল কাদের একই অফিসের অফিসার সাজ্জাদ হোসেন ও আব্দুল কাদের এর ব্যক্তিগত ড্রাইভার মিলনসহ বেশ কয়েকজন আমাদের মারধর করে ক্যামেরা ভেঙে দেয়। পরে মেহেরপুর সদর থানার একটি দল গিয়ে সাংবাদিকদের উদ্ধার করে। এ বিষয়ে মেহেরপুর সদর থানায় আব্দুল কাদের, সাজ্জাদ হোসেন, মিলন শেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। সদর থানার ওসি শাহ দারা খান জানান, তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান জানান, আমি বিষয়টা শুনেছি। বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাঞ্ছিত-সাংবাদিক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ