পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়ায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাই দগ্ধ হয়েছেন। দগ্ধ দুইজনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।গতকাল দুপুরে মেরাদিয়া মধ্যপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ দুইজন হলেন-রাজিব হোসেন (২২) ও তার ছোট ভাই হাসিব (১৯)।
দগ্ধদের মা লাকি আক্তার জানান, তারা মেরাদিয়া কমিশনার গলিতে থাকেন। তার দুই ছেলে রাজিব ও হাসিব রডমিস্ত্রীর কাজ করে। গতকাল দুপুরে মেরাদিয়া মধ্যপাড়ায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করছিলো তারা। কাজ করার সময় একটি রড তারের সঙ্গে লাগে। এতে তারা ২ জনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ হয়। খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুল খান দায়িত্বরত চিকিৎসকদের বরাত দিয়ে জানান, হাসিবের শরীরের ৭০ শতাংশ ও রাজিবের ২৫ শতাংশ পুড়ে গেছে। এদের মধ্যে হাসিবের অবস্থা আশঙ্কাজনক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।