Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাই দগ্ধ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়ায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাই দগ্ধ হয়েছেন। দগ্ধ দুইজনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।গতকাল দুপুরে মেরাদিয়া মধ্যপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ দুইজন হলেন-রাজিব হোসেন (২২) ও তার ছোট ভাই হাসিব (১৯)।

দগ্ধদের মা লাকি আক্তার জানান, তারা মেরাদিয়া কমিশনার গলিতে থাকেন। তার দুই ছেলে রাজিব ও হাসিব রডমিস্ত্রীর কাজ করে। গতকাল দুপুরে মেরাদিয়া মধ্যপাড়ায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করছিলো তারা। কাজ করার সময় একটি রড তারের সঙ্গে লাগে। এতে তারা ২ জনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ হয়। খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুল খান দায়িত্বরত চিকিৎসকদের বরাত দিয়ে জানান, হাসিবের শরীরের ৭০ শতাংশ ও রাজিবের ২৫ শতাংশ পুড়ে গেছে। এদের মধ্যে হাসিবের অবস্থা আশঙ্কাজনক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিদ্যুৎস্পৃষ্ট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ