Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্পের ভাতিজির উল্লাস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে জো বাইডেনের কাছে হেরে গিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। জয়ের ঘোষণা দিয়েও শেষ অবধি এমন পরাজয়ে হাসির পাত্রে পরিণত হয়েছেন তিনি। এমন সময়ে তার কাটা ঘায়ে নুনের ছিটা দিলেন তারই ভাইয়ের মেয়ে। শনিবার নিজের টুইটার অ্যাকাউন্টে ‘বাইডেন টুপি’ মাথায় শ্যাম্পেন হাতে আনন্দে মেতে থাকার ছবি পোস্ট করেন ট্রাম্পের ভাতিজি মেরি ট্রাম্প।

তবে এতে অবাক হওয়ার কিছু নেই। পরিবারের সদস্য হলেও শুরু থেকেই ডোনাল্ড ট্রাম্পের সমালোচক মেরি। শনিবার নিজের টুইটার হ্যান্ডেলে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনের জয়ে সেলিব্রেশনের একটি ছবি পোস্ট করেছেন মেরি। ছবিটিতে দেখা যাচ্ছে, তার মাথায় রয়েছে বাইডেন-হ্যারিস লেখা একটি কালো টুপি। হাতে শ্যাম্পেনের গøাস। তবে শুধু ছবি পোস্ট করেই ক্ষান্ত থাকেননি তিনি। টুইটে ট্রাম্পের পরাজয় নিয়ে তার কটাক্ষ, ‘অভিভ‚ত, কৃতজ্ঞ, স্বস্তিদায়ক। আমরা সফল হয়েছি।’ আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই সম্পত্তি নিয়ে ট্রাম্পের সঙ্গে বিবাদ চলছে মেরির। গত সেপ্টেম্বর মাসে বিদায়ী প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলাও করেন তিনি। মেরির অভিযোগ, তাকে ঠকিয়ে কয়েক কোটি ডলার হস্তগত করেছেন ট্রাম্প। শুধু তাই নয়, পারিবারিক সম্পত্তি থেকেও তাকে বঞ্চিত করা হয়েছে। আর এই সমস্ত কাজ হয়েছে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে। উল্লেখ্য, বিগত কয়েকমাস ধরেই ট্রাম্পের বিরুদ্ধে প্রচারে নেমেছেন মেরি। বিদায়ী প্রেসিডেন্টকে দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর মানুষ বলেও কটাক্ষ করেছিলেন তিনি। ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ট্রাম্পের ‘ভোট চুরি’র অভিযোগও উড়িয়ে দিয়েছেন তিনি। সূত্র : দ্য সান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ