Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্কোয়াশেও অ্যাডহক কমিটি!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২০, ৮:৩৬ পিএম

অ্যাডহকের সংস্কৃতি থেকে যেন কিছুতেই বের হতে পারছে না জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। বিভিন্ন ফেডারেশনের নির্বাচিত কমিটির মেয়াদ শেষে নির্বাচন না দিয়ে তারা একের পর এক অ্যাডহক কমিটি গঠন করে যাচ্ছে। করোনাকালে যেখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বহুল আলোচিত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেখানে সাম্প্রতিক সময়ে শুটিং স্পোর্ট ও সাইক্লিং ফেডারেশনকে অ্যাডহক কমিটির আওতায় এনেছে এনএসসি। এবার তারা বাংলাদেশ স্কোয়াশ র‌্যাকেট ফেডারেশনেও অ্যাডহক কমিটি গঠন করেছে। লে. কর্ণেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপিকে সভাপতি এবং ব্রি. জেনারেল (অব.) জি এম কামরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে রোববার স্কোয়াশ র‌্যাকেট ফেডারেশনের ২৫ সদস্যের নতুন অ্যাডহক কমিটির প্রজ্ঞাপন জারি করে এনএসসি। এদিন এনএসসি সচিব মাসুদ করিমের সই করা প্রজ্ঞাপনে (নং-এনএসসি/১২০/২১/জেন/১০০৯) কমিটির পাঁচ সহ-সভাপতি হলেন- রাশেদ চৌধুরী, মেজর এম (অব.) তানিম হাসান, ব্রি. জেনারেল সেলিম আকতার, সালমান ইস্পাহানী ও এরশাদ হোসেন এবং যুগ্ন সম্পাদক তারেক মাসুদ খান ও কোষাধ্যক্ষ কামরান টি রহমান। এছাড়া সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হামিদ সোহেলসহ কমিটিতে ১৬ জন সদস্য রয়েছেন। এই কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে নির্বাচন আয়োজনের ব্যবস্থা নিতে বলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ