Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলাপাড়ায় শ্রমিকের হাত ভেঙে দিয়েছে শ্রমিকলীগ নেতা

কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

কলাপাড়ার শ্রমিকলীগ নেতার দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করায় রড দিয়ে পিটিয়ে ডান হাত ভেঙে দিয়েছে ইলেকট্রনিক্স ও স্যানিটারি মিস্ত্রী হাসান ভ‚ইয়ার। উপজেলার মহিপুর থানা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিব মৃধার নের্তৃত্বে এ বর্বর ঘটনা ঘটেছে। এ ঘটনায় গতকাল রোববার কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আহত হাসান বাদী হয়ে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত পিবিআই পটুয়াখালী জেলা প্রধানকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

হাসান ভূইয়া বলেন, গত ৪ অক্টোবর দুপুরে শ্রমিকলীগ নেতা হাবিব মৃধার নেতৃত্বে আরও ৫জন তার ব্যবসা প্রতিষ্ঠানে এসে চাঁদা দাবি করে। এ চাঁদার টাকা না দেয়ায় দোকানে থাকা জিআই পাইপ দিয়ে পিটিয়ে ডান হাত ভেঙে দেয়। এসময় তারা দোকানের ক্যাশ থেকে এক হাজার টাকা নিয়ে যায়। গত ৩০ অক্টোবর প্রথম দফায় হাবিব চাঁদা দাবি করে। এছাড়া তাদের চাঁদা না দিয়ে কোন কাজ করা সম্ভব না বলে হাসান অভিযোগ করেন। গোটা এলাকায় তারা সন্ত্রাসী কার্যক্রম করায় তাদের বিরুদ্ধে ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না।
এ ব্যাপারে শ্রমিকলীগ নেতা হাবিব মৃধা হামলার কথা স্বীকার করে বলেন, তার কাছে পাওনা টাকা চেয়েছি। কোন চাঁদা চাইনি। কথা কাটাকাটি হওয়ায় রাগের বশবর্তী হয়ে পাইপ দিয়ে মেরেছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রমিকলীগ-নেতা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ