Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনটনেও এগিয়ে চলছে অনূর্ধ্ব ১৪ দলের মেয়েরা

সাতক্ষীরা প্রেসক্লাবের সংবর্ধনা

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

অভাব-অনটনকে দু’পায়ে মাড়িয়ে এগিয়ে চলেছে সাতক্ষীরার অনুর্ধ ১৪ দলের মেয়েরা। ইতোমধ্যে কুষ্টিয়া জেলাকে ২/১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় তাদেরকে সাতক্ষীরা প্রেসক্লাব কর্তৃক সংবর্ধনা দেয়া হয়েছে।
গতকাল রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রেসক্লাব সভাপতি জিএম নূর ইসলাম। উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু. অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, সদস্য এম রফিক, এম ঈদুজ্জামান ইদ্রিস, অসীম বরণ চক্রবর্তী, শেখ আমিনুর রশিদ সুজন, খন্দকার আনিসুর রহমান, দৈনিক আজকের সাতক্ষীরার মাসুদুর জামান সুমন প্রমুখ।
অনুষ্ঠানে দলের প্রশিক্ষক খন্দকার আরিফ হাসান প্রিন্স কান্নাজড়িত কন্ঠে বলেন, সাতক্ষীরার মেয়েরা অনেক অভাব-অনটনের মধ্য দিয়ে ফুটবল খেলায় অংশগ্রহণ করেছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তত্বাবধানে অনুর্ধ ১৪ জাতীয় মহিলা চ্যাম্পীয়নশীপে ৬ দলের খেলায় অংশগ্রহণ করে। গত ৬ নভেম্বর কুষ্টিয়া শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় কুষ্টিয়া জেলা দলকে ২/১ গোলে হারিয়ে সাতক্ষীরা জেলা দল চ্যাম্পীয়ন হয়। তিনি বলেন, খুব শীঘ্রই ৮টি দলে গ্রুপ লীগ পর্যায়ে রাজধানী ঢাকায় মেয়েদের ফুটবল খেলায় সাতক্ষীরার মেয়েরা অংশগ্রহণ করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ