Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্যে প্রতিবন্ধকতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

আগামী ৩১ ডিসেম্বর ব্রেক্সিটের রূপান্তরকালীন মেয়াদ শেষ হচ্ছে। এ সময়ের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে কোনো বাণিজ্য চুক্তি করতে ব্যর্থ হলে শেষ পর্যন্ত চুক্তিবিহীন অবস্থাতেই জোট ছাড়তে হবে যুক্তরাজ্যকে। আর এমনটি হলে ইইউর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্যে ‘উল্লেখযোগ্য প্রতিবন্ধকতা’ তৈরি হবে। ব্রিটেনের ন্যাশনাল অডিট অফিসের (এনএও) পক্ষ থেকে এমন সতর্কবার্তা দেয়া হয়েছে। খবর বিবিসি। এনএও বলেছে, চুক্তিবিহীন ব্রেক্সিটের ফলে ইইউর সীমান্তগুলোয় ব্রিটেনের পণ্যগুলো প্রবেশের সময় পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। কিন্তু অনেক বাণিজ্য প্রতিষ্ঠানই এ প্রক্রিয়ার জন্য এখনো যথেষ্ট প্রস্তুত নয়। এছাড়া ব্রিটিশ বন্দরগুলোয়ও নতুন প্রযুক্তি ব্যবস্থা স্থাপন করতে হবে, যেগুলোর পরীক্ষাম‚লক ব্যবহারের জন্য সময় খুব সামান্যই রয়েছে। অবশ্য ব্রিটিশ সরকারের দাবি, চুক্তিবিহীন ব্রেক্সিটের ফলে ব্যবসা-বাণিজ্য যেন ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্য ব্যাপক প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। ২০১৬ সালে ব্রেক্সিট গণভোটের প্রায় সাড়ে তিন বছর পর চলতি বছরের শুরুর দিকে আনুষ্ঠানিকভাবে ইইউ থেকে বিচ্ছিন্ন হয় যুক্তরাজ্য। তবে রূপান্তরকালীন অর্থাৎ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ইইউর বাণিজ্যনীতি অনুসরণ করছে তারা। এনএও বলছে, ব্রিটেন যদি ইইউর সঙ্গে কোনো চুক্তিতে উপনীত হতে সক্ষম হয়, সেক্ষেত্রেও রূপান্তরকাল শেষে বাণিজ্যে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। চুক্তি হলেও ইইউ সীমান্তে ব্রিটিশ পণ্যগুলোকে ক্লিয়ারিংয়ের বাধা পেরোতে হবে। ঘোষণা অনুযায়ী পণ্য বাণিজ্য হচ্ছে কিনা, ইইউর কাস্টমস কর্তৃপক্ষগুলো তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখবে। বিবিসি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ