Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজারবাইজানের দখলে নাগার্নো-কারাবাখের ২য় বৃহত্তম শহর সুশা!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২০, ৭:২০ পিএম

নাগার্নো-কারাবাখের ২য় বৃহত্তম শহর সুশা দখল করেছে আজারবাইজান। আজেরি প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এই তথ্য জানিয়েছেন। অবশ্য আর্মেনিয়ান কর্তৃপক্ষ এই দাবিকে মিথ্যা বলে অভিহিত করেছে। সত্য হলে বলা যায়, প্রায় দেড় মাসের লড়াইয়ে বড় ধরণের কৌশলগত জয় পেলো আজারবাইজান। আলিয়েভ বলেন, গর্ব ও আনন্দের সঙ্গে জানাচ্ছি, সুশা শহর এখন আমাদের দখলে। ৮ নভেম্বর আজেরি জনগনের ইতিহাসে এক বিশেষ দিন হতে যাচ্ছে। -আল জাজিরা, আল আরাবিয়া, বিবিসি
তবে আর্মেনিয়া সরকার বলছে, সেই শহরটিতে এখন তীব্র লড়াই চলছে। তবে আর্মেনিয় গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণেই আছে সুশা। আল আরাবিয়া সম্প্রতি এক প্রতিবেদনে বলেছে এই শহরটি ও তার আশেপাশের এলাকায় লড়াই তীব্রতর হয়েছে। আর্মেনিয়রা এই শহরটিকে সুশি নামে অভিহিত করে। দুই দেশের কাছেই কৌশলগত ও সাংস্কৃতিক কারণে এর গুরুত্ব রয়েছে। ছিটমহলটির বৃহত্তম শহর স্তেপেনাকার্ট থেকে এটি মাত্র ১৫ কিলোমিটার দূরে অবস্থিত। সরকারি হিসেবে এখন পর্যন্ত এই লড়াইয়ে ১ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আন্তর্জাতিকভাবে এই অঞ্চলটি আজারবাইজানের বলে স্বীকৃত। তবে এটির নিয়ন্ত্রণ এখন আর্মেনিয়ানদের হাতে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ