Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২০, ১২:০২ এএম

পরকীয়ার জেরে
পরকীয়ার জেরেই ফ্রান্সের লিঁওতে গ্রিক অর্থোডক্স পাদ্রীর ওপর হামলা চালানো হয়। ওই হামলার পর গ্রেফতার হওয়া এক সন্দেহভাজন ব্যক্তি এমনটি জানিয়েছেন। ৪০ বছর বয়সী সন্দেহভাজন ব্যক্তি প্রসিকিউটরদের জানান, তার স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্ক ছিল ওই পাদ্রীর। আর এর জের ধরেই নিকোলাস কাকাভেলাকিস নামের ৫২ বছরের ওই পাদ্রীকে গুলি করা হয়। এদিকে বন্দুক হামালার শিকার সেই পাদ্রী কয়েকদিন কোমায় থাকার পর গত বুধবার তার জ্ঞান ফিরেছে। এএফপি।


বাড়লো মালয়েশিয়ায়
বৈশ্বিক মহামারি করোনার দ্বিতীয় ঢেউয়ের পরিস্থিতি মোকাবিলায় মালয়েশিয়ায় আবারো চার সপ্তাহের জন্য কন্ডিশনাল মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (সিএমসিও) বাড়ানো হয়েছে। এর আগে মালয়েশিয়ায় কন্ডিশনাল মুভমেন্ট কন্ট্রোল অর্ডার ঘোষণা করা হয়েছিল। যা ২৮ অক্টোবর থেকে ৯ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। আগামী ৯ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত ৩য়বারের মতো সিএমসিও বহালের সিদ্ধান্ত হয়েছে। স্থানীয় সময় শনিবার (৭ নভেম্বর) দেশটির প্রতিরক্ষামন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি বিন ইয়াকুব কোভিড-১৯ এর নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। আল-জাজিরা।


গলফ খেলছিলেন
অদ্ভুত এক মানুষ ডোনাল্ড ট্রাম্প। স্বভাবে, অভ্যাসে আর দশজন যে তালিকায়, তিনি সেখানে থাকেন না। মার্কিন প্রেসিডেন্ট পদে হারার সময়ও সে কথা স্মরণ করিয়ে গেলেন। জো বাইডেন যখন সমর্থকদের নিয়ে চ‚ড়ান্ত বিজয়ের খবর শুনেছেন, তিনি তখন গলফ মাঠে! শনিবার মাঠ থেকে ফেরার সময় বাইডেনের জয়ধ্বনি শুনতে শুনতে হোয়াইট হাউজে ঢোকেন ট্রাম্প। তখন কম্পাউন্ডের পাশেই চলছিল বিজয় মিছিল। ‘খুব সহজ ব্যাপার হল এই নির্বাচন শেষ হতে অনেক দেরি,’ মন্তব্য করে ট্রাম্প বলেন, ‘কোনো রাজ্যেই জো বাইডেনকে জয়ী হিসেবে স্বীকৃতি দেয়া হয়নি।’ পরাজয় আনুষ্ঠানিকভাবে মানছেন না। ইউএস টুডে, দ্য গার্ডিয়ান।


কপ্টারের সংঘর্ষ
মালয়েশিয়ায় উড়ন্ত অবস্থায় দুটি হেলিকপ্টারের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার সকাল ১১টার দিকে কুয়ালালামপুরের তামান মেলাওয়াতি স্কুলের পিছনের একটি হাউজিং এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে সেলাঙ্গর ফায়ার এন্ড রেসকিউ ডিপার্টমেন্টের প্রধান নোরাজাম খামিস। তিনি জানান, কী কারণে হেলিকপ্টার বিধ্বস্তের এ ঘটনা ঘটেছে তা এখনো পরিষ্কার নয়। তবে দুর্ঘটনার কারণ উদঘাটনে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। এছাড়াও দুটি হেলিকপ্টার ব্যক্তি মালিকানাধীন বলে ধারণা করা হচ্ছে। বিবিসি।


ফোনকলের আশা
ইরান বলেছে, দেশটিকে নতজানু করার যে আকাক্সক্ষা বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পোষণ করতেন তা আর প‚র্ণ হলো না। ইরানের কাছ থেকে একটি ফোনকল পাওয়ার মনোবাসনা বুকে চেপে ট্রাম্পকে ক্ষমতা থেকে বিদায় নিতে হচ্ছে। জো বাইডেনকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ঘোষণা করার পর শনিবার রাতে লন্ডনে নিযুক্ত ইরানি রাষ্ট্রদ‚ত হামিদ বায়িদিনেজাদ এক টুইটার বার্তায় এ কথা বলেন। তিনি বলেন, ঘৃণা ছড়ানো ছাড়া যে ব্যক্তির আর কোনো কাজ ছিল না শেষ পর্যন্ত তার রাজনৈতিক জীবনের অবসান হয়েছে। পার্সটুডে।


১১ প্রেসিডেন্ট
মার্কিন ইতিহাসে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসতে না পারা প্রেসিডেন্টের সংখ্যা হাতে গোনা। ১৯৮৯-১৯৯৩ সাল পর্যন্ত প্রথম মেয়াদে ক্ষমতায় থাকা যুক্তরাষ্ট্রের ৪১তম প্রেসিডেন্ট জর্জএইচডবিøউ বুশ বিল ক্লিনটনের কাছে দ্বিতীয় মেয়াদে হেরে গিয়েছিলেন। এরপর ডোনাল্ড ট্রাম্প সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালেন। তিনিসহ যুক্তরাষ্ট্রের ১১ জন প্রেসিডেন্ট আছেন এ তালিকায়। দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হতে না পারা সেই প্রেসিডেন্টদের মধ্যে আরও আছেন জন অ্যাডামস, জন কুইন্সি অ্যাডামস, মার্টিন ভ্যান বুরেন, গ্রোভার ক্লিভল্যান্ড, বেঞ্জামিন হ্যারিসন, উইলিয়াম হোওয়ার্ড ট্যাফট। রয়টার্স।


পর্তুগালে কারফিউ
পর্তুগাল করোনা ভাইরাস মোকাবেলায় সোমবার থেকে দেশের অধিকাংশ এলাকায় কারফিউ জারি করছে। শনিবার জরুরি কেবিনেট বৈঠক শেষে প্রধানমন্ত্রী এন্তোনিও কোস্টা এক ঘোষণায় এ কথা বলেন। মহামারির কারণে জরুরি অবস্থা জারির একদিন পর কারফিউ বলবতের ঘোষণাটি এল। দেশটিতে অক্টোবর মাসের প্রথম থেকে প্রতিদিনই করোনা সংক্রমণ বাড়ছিল। দেশটির প্রধানমন্ত্রী এন্তোনিও কোস্টা বলেন, এর আগে যে কঠোর লকডাউন আরোপ করা হয়েছিল আবারো সে পদক্ষেপ এড়াতে কারফিউ জারি করাই প্রয়োজনীয় পদক্ষেপ। জনসংখ্যার প্রায় ৭০ শতাংশের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে বলেও তিনি জানান। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ